Shubman Gill: কিং কোহলির IPL রেকর্ড ভেঙে চুরমার, সিংহাসনে প্রিন্স শুভমন গিল

Apr 11, 2024 | 12:18 PM

IPL 2024: জোড়া ম্যাচ হারার পর জয়ের মুখ দেখল গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ বলে দলের জন্য জয় ছিনিয়ে নেন রশিদ খান। এটি গুজরাটের মরসুমের তৃতীয় জয়। গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) এ বারের আইপিএলের সবচেয়ে কনিষ্ঠ অধিনায়ক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে ৪৪ বলে ৭২ রান করেন শুভমন গিল।

Shubman Gill: কিং কোহলির IPL রেকর্ড ভেঙে চুরমার, সিংহাসনে প্রিন্স শুভমন গিল
Shubman Gill: কিং কোহলির এক IPL রেকর্ড ভেঙে চুরমার, সিংহাসনে প্রিন্স শুভমন গিল
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: একে টিমের জয়, তার উপর বিরাট কোহলির (Virat Kohli) রেকর্ড ভাঙা— তাতে নিশ্চিতভাবেই ডাবল খুশি শুভমন গিল। জোড়া ম্যাচ হারার পর জয়ের মুখ দেখল গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ বলে দলের জন্য জয় ছিনিয়ে নেন রশিদ খান। এটি গুজরাটের মরসুমের তৃতীয় জয়। গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) এ বারের আইপিএলের সবচেয়ে কনিষ্ঠ অধিনায়ক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে ৪৪ বলে ৭২ রান করেন শুভমন গিল। সেই সুবাদে তিনি আইপিএলে ৩০০০ রান পূর্ণ করে ফেলেছেন। আর তাতেই ভেঙেছেন বিরাট কোহলির রেকর্ড। কী সেই রেকর্ড?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২৪ বছর বয়সে শুভমন গিল ৩ হাজার রান পূর্ণ করলেন। তিনি আইপিএলে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করলেন। এই তালিকায় তিনি বিরাট কোহলিকে পিছনে ফেলে দিলেন। দীর্ঘদিন ধরে আইপিএলে ৩ হাজার রান করা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে ছিলেন কিং কোহলি। এ বার সেই রেকর্ড নিজের নামে করলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে কম বয়সে ৩ হাজার রান করা ৫ ক্রিকেটার কারা?

  • শুভমন গিল – ২৪ বছর ২১৫ দিন বয়সে
  • বিরাট কোহলি- ২৬ বছর ১৮৬ দিন বয়সে
  • সঞ্জু স্যামসন – ২৬ বছর ৩২০ দিন বয়সে
  • সুরেশ রায়না – ২৭ বছর ১৬১ দিন বয়সে
  • রোহিত শর্মা – ২৭ বছর ৩৪৩ দিন বয়সে

আইপিএলে ৩ হাজার রান পূর্ণ করার জন্য শুভমন গিলের লেগেছে ৯৪টি ইনিংস। সবচেয়ে কম ইনিংসে আইপিএলে ৩ হাজার রান করেছিলেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল। তিনি ৭৫টি ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে কম ইনিংসে ৩ হাজার রান পূর্ণ করা ছয় ক্রিকেটার —

  • ক্রিস গেইল – ৭৫টি ইনিংস
  • কেএল রাহুল – ৮০টি ইনিংস
  • জস বাটলার – ৮৫টি ইনিংস
  • শুভমন গিল – ৯৪টি ইনিংস
  • ডেভিড ওয়ার্নার – ৯৪টি ইনিংস
  • ফাফ ডু’প্লেসি – ৯৪টি ইনিংস
Next Article