MI vs RCB IPL 2024 Match Prediction: আরসিবির জন্য বিশেষ ফাঁদ! ওয়াংখেড়েতে আকর্ষণ RO-KO

Apr 11, 2024 | 10:00 AM

Mumbai Indians vs Royal Challengers Bengaluru Preview: মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক, আরসিবির ফাফ ডুপ্লেসি। আকর্ষণের কেন্দ্রে অন্য দু-জন। গত ওয়ান ডে বিশ্বকাপ হয়েছে ভারতের মাটিতেই। সেমিফাইনাল ম্যাচটি হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। পুরো টুর্নামেন্টের মতো সেমিফাইনালেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। আজ তাঁরাই প্রতিপক্ষ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটাও যেন বড় আকর্ষণ। দুই কিংবদন্তি প্রতিপক্ষ দলে।

MI vs RCB IPL 2024 Match Prediction: আরসিবির জন্য বিশেষ ফাঁদ! ওয়াংখেড়েতে আকর্ষণ RO-KO
Image Credit source: X

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু-দলের লড়াই। ভিন্ন ক্যাপ্টেন। মুম্বইয়ের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। এ মরসুমেই রোহিতকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করা হয়। হারের হ্যাটট্রিকের পর অবশেষে একটি জয়ের স্বাদ পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরিস্থিতিও অনেকটা এক। মুম্বইয়ের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে তারা। পাঁচ ম্যাচে মাত্র ১টি জয়।

মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক, আরসিবির ফাফ ডুপ্লেসি। আকর্ষণের কেন্দ্রে অন্য দু-জন। গত ওয়ান ডে বিশ্বকাপ হয়েছে ভারতের মাটিতেই। সেমিফাইনাল ম্যাচটি হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। পুরো টুর্নামেন্টের মতো সেমিফাইনালেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি। আজ তাঁরাই প্রতিপক্ষ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটাও যেন বড় আকর্ষণ। দুই কিংবদন্তি প্রতিপক্ষ দলে।

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। বোর্ড সচিব অনেক আগেই তা ঘোষণা করে দিয়েছেন। যদিও জল্পনা বিরাট কোহলিকে নিয়ে। এ বারের আইপিএলেও দুর্দান্ত পারফর্ম করছেন বিরাট কোহলি। গত ম্যাচে সেঞ্চুরিও করেছেন। তাতেও অবশ্য জল্পনা থামছে না। আলোচনায় বিরাট কোহলির স্ট্রাইকরেট। বিশ্বকাপের দলে জায়গা পাবেন তো বিরাট? ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা অবশ্য প্রকাশ্যেই বলেছেন, বিরাটকে চাই। তারপরও যেন বিরাটের কাছে প্রতিটা ম্যাচই পরীক্ষা। আর স্বপ্নের ওয়াংখেড়েতে আরও একবার পরীক্ষায় পাশ করার লক্ষ্যে নামবেন বিরাট।

ওয়াংখেড়েতে আরসিবির জন্য বিশেষ ফাঁদ থাকতে পারে। স্পিনের ফাঁদ। ঘরের মাঠে দুটো ম্যাচ খেললেও খুব স্পিন ব্যবহার করেনি মুম্বই ইন্ডিয়ান্স। তবে আরসিবি ব্যাটিংয়ে বিরাট, ডুপ্লেসি জুটি ভাঙলে মিডল অর্ডারে হাল ধরার যে লোক নেই, এই প্রমাণ মিলেছে। সেটাকেই যেন কাজে লাগাতে চাইছে মুম্বই শিবির। ওয়াংখেড়েতে আরসিবি ব্যাটারদেরও দেখা যায় স্পিনের বিরুদ্ধে প্র্যাক্টিস সারছেন। ২০২১ সাল থেকে ওয়াংখেড়ের একটা পরিসংখ্যান ভাবার মতোই। আইপিএলে এই মাঠে স্পিনারদের ইকোনমি ৭.৮২। মাঝের ওভার (৭-১৬) স্পিনারদের ঝুলিতে ১০৯ উইকেট, ইকোনমি ৭.৭৬। মুম্বই হয়তো এই রাস্তাতেই হাঁটবে।

Next Article