AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: সময় এখন শুভমনের…, জন্মদিনে ভারতীয় দলকে নিয়ে যা বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly on IND vs ENG: এভাবেই তারকা হয়ে উঠবেন তরুণরা, এমনটাই জানিয়েছিলেন। এজবাস্টনে ভারতের জয়, শুভমনের ক্যাপ্টেন্সি-ব্যাটিং পারফরম্যান্স সব মিলিয়েই দারুণ খুশি। বাংলা ক্রিকেট সংস্থায় তাঁর জন্মদিন পালনের মাঝেই ভারতীয় দল নিয়েও কথা বললেন সৌরভ।

Sourav Ganguly: সময় এখন শুভমনের..., জন্মদিনে ভারতীয় দলকে নিয়ে যা বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit: CAB
| Edited By: | Updated on: Jul 09, 2025 | 12:02 AM
Share

ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড সফরে রয়েছে। সিরিজের প্রথম টেস্টে হার। প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল টিম সিলেকশন নিয়ে। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো দুই সিনিয়র প্লেয়ার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এই তরুণ দল কোনও ছাপ ফেলতে পারবে কি না, সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য শুরু থেকেই ভরসা রাখছিল এই তরুণ টিমের উপর। এভাবেই তারকা হয়ে উঠবেন তরুণরা, এমনটাই জানিয়েছিলেন। এজবাস্টনে ভারতের জয়, শুভমনের ক্যাপ্টেন্সি-ব্যাটিং পারফরম্যান্স সব মিলিয়েই দারুণ খুশি। বাংলা ক্রিকেট সংস্থায় তাঁর জন্মদিন পালনের মাঝেই ভারতীয় দল নিয়েও কথা বললেন সৌরভ।

সাংবাদিকদের বলেন, ‘এখন সময় শুভমনের। এটাই আমার দেখা ওর সেরা ইনিংস। তবে আমি একেবারেই আশ্চর্য হইনি। আগেও বলেছি, ভারতীয় ক্রিকেটে প্রতিভার অভাব নেই। প্রত্যেকটা প্রজন্মেই এমন কেউ উঠে আসে। কিংবদন্তি সুনীল গাভাসকর, কপিল দেবের পর সচিন, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলেরা এসেছিলেন। তারপর বিরাট কোহলি। এখন শুভমন, যশস্বী, আকাশ দীপ, মুকেশ কুমার, সিরাজরা রয়েছে। প্রত্যেক প্রজন্মেই যখন কোনও ফাঁক তৈরি হয়, কেউ না কেউ এভাবেই তা পূরণ করে।’

শুভমন গিলের এখন ‘হানিমুন পিরিয়ড’ চলছে বলেও মত সৌরভের। এর নেপথ্যে কারণও রয়েছে। লিডস টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এজবাস্টনে প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৬১। দু-ম্যাচেই তাঁর সংগ্রহ ৫৮৫। ব্যাটিং গড় ১৪৬-এর বেশি। এখনও তিনটি টেস্ট বাকি, শুভমনের কাছে সুযোগ রয়েছে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙারও। ১৯৩৬-৩৭ অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের মাটিতে ৮১০ রান করেছিলেন ব্র্যাডম্যান। শুভমনের তিন ম্যাচে চাই আর ২২৫ রান। ও যে ছন্দে রয়েছে, তাতে নতুন রেকর্ড গড়া অসম্ভব নয়।