India vs Sri Lanka: প্রথম দলে পূজারা-রাহানের পরিবর্তে কাদের ভাবছে টিম ম্যানেজমেন্ট

চলতি বছরে ভারত মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলবে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্টের পাশাপাশি ইংল্যান্ডে একটি টেস্ট খেলবে ভারত। ক্রিকেট মহলের মতে এই তিনটি টেস্ট ম্যাচের জন্য জাতীয় দলে ডাকা হবে না পূজারা ও রাহানেকে। শুভমন, শ্রেয়স ও হনুমাকে রেখেই চলতি বছরের তিনটি টেস্টের পরিকল্পনা করছে ভারতীয় দল।

India vs Sri Lanka: প্রথম দলে পূজারা-রাহানের পরিবর্তে কাদের ভাবছে টিম ম্যানেজমেন্ট
প্রথম টেস্টের প্রস্ততি শুরু টিম ইন্ডিয়ার। Pics Courtesy: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2022 | 7:54 PM

মোহালি: শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টেস্ট। অধিনায়ক রোহিতের নেতৃত্বে প্রথম টেস্ট। পাশাপাশি অনেকদিন পর তিন নম্বরে নেই চেতেশ্বর পূজারা। পাঁচ নম্বরে নেই অজিঙ্কে রাহানে। তাদের বদলে কোন কোন ক্রিকেটার আছেন টিম ইন্ডিয়ার ফোকাসে। ব্যাটিং অর্ডরে দুটি বড় পরিবর্তন করতে হবে রোহিত শর্মা (Rohit Sharma) ও রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। পূজারা ও রাহানের পরিবর্ত হিসেবে রোহিত-রাহুল বেছে রেখেছেন তিন জন ক্রিকেটার। শুভমন গিল (Shubman Gill), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও হনুমা বিহারি। চলতি বছরে ভারত মাত্র তিনটি টেস্ট ম্যাচ খেলবে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্টের পাশাপাশি ইংল্যান্ডে একটি টেস্ট খেলবে ভারত। ক্রিকেট মহলের মতে এই তিনটি টেস্ট ম্যাচের জন্য জাতীয় দলে ডাকা হবে না পূজারা ও রাহানেকে। শুভমন, শ্রেয়স ও হনুমাকে রেখেই চলতি বছরের তিনটি টেস্টের পরিকল্পনা করছে ভারতীয় দল।

তিন নম্বরে রোহিত-রাহুলের পছন্দ শুভমন গিল। এতদিন টেস্ট ক্রিকেটে শুভমনে ওপেন করতে দেখেছি আমরা। কিন্তু ভারতীয় এ দলের হয়ে মিডল অর্ডারে ব্যাটিং করেছেন শুভমন। পাশাপাশি ওপেনার হিসেবে খেলার অভিজ্ঞতা তাঁকে প্রয়োজনে নতুন বল খেলতে সাহায্য করবে। অনুর্ধ্ব ১৯ পর্বে রাহুলের হাত ধরেই উঠে এসেছেন শুভমন। রাহুল খুব ভালো করে জানেন শুভমনের সাফল্যের চাবিকাঠি। এদিকে রাহানের বদলে আসতে চলেছেন শ্রেয়স আইয়ার। শেষ পাঁচটি টেস্ট ইনিংসের মধ্যে চারটি হাফসেঞ্চুরি আছে শ্রেয়সের। পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের ম্যান ওব দ্য সিরিজের পুরস্কারও পেয়েছিন তিন। ছন্দে থাকা শ্রেয়সকেই তাই হনুমার থেকেও বেশি গুরুত্ব দিচ্ছে ভারতীয় দল। শুভমন তিন নম্বরে আসায় রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যাবে মায়াঙ্ক আগরওয়ালকে। কেএল রাহুল ফিট হয়ে ফিরলে রোহিতের সঙ্গে কে ওপেন করবেন তা নিয়ে আবার একটা সমস্যার জায়গা তৈরি হবে টিম ম্যানেজমেন্টের জন্য।

কেমন হতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম এগারো, চোখ রাখা যাক সম্ভাব্য দলে, ওপেন করতে আসবেন অধিনায়ক রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। তিন নম্বরে শুভমন গিল, চার নম্বরে শততম টেস্ট খেলতে আসবেন বিরাট কোহলি, পাঁচ নম্বের দুরন্ত ছন্দে থাকা শ্রেয়স আইয়ার, ছয়ে উইকেটকিপার ঋষভ পন্থ, সাত নম্বরে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, আট নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। নয় থেকে এগারো নম্বরে আসবেন তিন পেসার। মহম্মদ সামি, সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।

আরও পড়ুন : India vs Sri Lanka: বিরাটের শততম টেস্টে উপহার দিতে চান বুমরা