কলকাতা: সুপার সানডে জমজমাট হবে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সূচনার মাধ্যমে। ভারতীয় দল বর্তমানে আমেরিকায়। নিউ ইয়র্কে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলল টিম ইন্ডিয়া। এ বার ৫ জুন বিশ্বকাপ সফর শুরু করবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলেননি বিরাট কোহলি। সরাসরি তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবেন। এ বারের বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় টিমের (Team India) কী করা উচিত। অবশ্যই দারুণ ভালো পারফর্ম করতে হবে। একই সঙ্গে প্রয়োজন ভারতীয় টিমের আর একটি জিনিসের। সেই দাওয়াই এ বার দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সম্প্রতি এক অনুষ্ঠানে দেশের প্রাক্তন ক্যাপ্টেন ও বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বকাপের জন্য ভারতীয় টিম নিয়ে নিজের মতামত জানিয়েছেন। তাঁর মতে, বিশ্বকাপের জন্য ভারতের দুর্দান্ত স্কোয়াড হয়েছে। এ বার ভয়ডরহীন ক্রিকেট খেলে মেন ইন ব্লুকে চ্যাম্পিয়ন হতে হবে। একইসঙ্গে এক বিশেষ বার্তা দিয়েছেন সৌরভ।
সংবাদসংস্থা এএনআইকে এক অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘আমরা আশা করছি বিশ্বকাপে ভারত ভালো পারফর্ম করবে। দলের প্রত্যেক ক্রিকেটারই ভালো। আমাদের দেশে এত ক্রিকেটার রয়েছে, তাই একাদশ বেছে নেওয়া কঠিন হতে চলেছে।’ ভারতীয় টিমের জন্য কোনও বিশেষ পরামর্শ কি মহারাজ দিতে চান? এই প্রশ্ন তাঁর কাছে রাথা হলে তিনি বলেন, ‘এটা রাহুল দ্রাবিড়ের কাজ। কারণ তিনি কোচ। আমরা শুধু ভারতের খেলা দেখব এবং উচ্ছ্বাস প্রকাশ করব। আমি শুধু বলতে চাই ইনিংসের শুরু থেকেই চাপমুক্ত হয়ে খেলতে হবে টি-২০ ফর্ম্যাটে।’