বাংলাদেশ সিরিজ নিয়ে উন্মাদনা বাড়ছে। প্রথম টেস্টের ভেনু চেন্নাইতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলেন কোচ গৌতম গম্ভীর। যদিও শ্রীলঙ্কার মাটিতেই ওডিআই সিরিজে হার। এ বার লাল-বলের ক্রিকেটে জয় দিয়ে খাতা খোলাই লক্ষ্য গৌতম গম্ভীরের। যদিও বাংলাদেশ সিরিজ নিয়ে এ বার অনেকেই সতর্কবার্তা দিচ্ছেন। সদ্য পাকিস্তানের মাটিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর আগে টেস্টে কখনও পাকিস্তানকে হারায়নি তারা। প্রথম বার টেস্ট জয়ের পাশাপাশি সিরিজও জিতেছে বাংলাদেশ। সেই কারণেই ভারতের বিরুদ্ধে সিরিজে আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির। এই সিরিজ নিয়ে সৌরভ কী বলছেন?
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়েছিল ভারতের বিরুদ্ধেই। আর সেই ম্যাচে ভারতের ক্যাপ্টেন ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কখনও ভারতকে হারাতে পারেনি। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জেতায় এ বাংলাদেশের বিরুদ্ধে এ বার কি কঠিন হবে? ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ বলছেন, ‘এখানে টাফ হবে না। পাকিস্তানকে সম্মান জানিয়েই বলছি, ভারত আর পাকিস্তান এক টিম নয়। আর ভারত দেশে হোক বা বাইরে, সব জায়গাতেই ভয়ঙ্কর।’
গৌতম গম্ভীরের কোচিং নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নন সৌরভ। কোনও পরামর্শ দেবেন কিনা, সেই প্রসঙ্গেও বলছেন, ‘সবে শুরু হল। আমার তরফে কোনও সাজেশনও নেই।’ বাংলাদেশের স্পিন আক্রমণ নিয়েও চিন্তিত নন মহারাজ। বলছেন, ‘চেন্নাইয়ের উইকেট কেমন হবে জানি না, ভারতে কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই এখন অন্য়রকম পিচ হচ্ছে। এখানে (চেন্নাই) কোন দিন থেকে স্পিন করবে দেখা যাক।’
আলোচনায় অস্ট্রেলিয়া সফরও। অস্ট্রেলিয়ার মাটিতে গত দুই সিরিজেই জিতেছে ভারত। এ বার হ্যাটট্রিকেই নজর। যদিও অজি ক্রিকেটাররা হুঁশিয়ারি দিচ্ছেন, এ বার সিরিজ অন্যরকম হবে। অস্ট্রেলিয়া সফর নিয়ে সৌরভ বলছেন, ‘ভারত যাকে ইচ্ছা হারাতে পারে। ভারতের কাছে সেই বোলিং আক্রমণ রয়েছে। যারা প্রতিপক্ষের ২০টা উইকেট নিতে পারে। রোহিত শর্মা আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেন।’