Sri Lanka vs Bangladesh Match Highlights , T20 World Cup 2021: বাংলাদেশকে ৫ উইকেটে হারাল শ্রীলঙ্কা

| Edited By: | Updated on: Oct 24, 2021 | 7:15 PM

Sri Lanka vs Bangladesh Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) শ্রীলঙ্কা (Sri Lanka) ও বাংলাদেশ (Bangladesh) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

Sri Lanka vs Bangladesh Match Highlights , T20 World Cup 2021: বাংলাদেশকে ৫ উইকেটে হারাল শ্রীলঙ্কা
৫ উইকেটে জয়ী শ্রীলঙ্কা (ছবি-টুইটার)

শারজা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর (Super 12) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka) ও মাহমুদুল্লাহর (Bangladesh) বাংলাদেশ।

টসে জিতে শারজায় শুরুতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়াক দাসুন শানাকা। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে বাংলাদেশ। ভালো টার্গেট দিলেও একপ্রকার নিজেদের দোষেই ম্যাচ ফস্কাল বাংলাদেশ।

শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৭২ রান। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই (৭ বল বাকি থাকতেই) বাংলাদেশকে হারিয়ে ম্যাচ জিতে নিল শ্রীলঙ্কা। ম্যাচের সেরা চরিথ আসালঙ্কা। ৪৯ বলে ৮০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 24 Oct 2021 07:07 PM (IST)

    ৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতল শ্রীলঙ্কা

    নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই বাংলাদেশকে হারিয়ে ম্যাচ জিতে নিল শ্রীলঙ্কা।

  • 24 Oct 2021 06:47 PM (IST)

    ১৫ ওভারে শ্রীলঙ্কা ১২৬/৪

    খেলা বাকি ৫ ওভারের। জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৪৬ রান

  • 24 Oct 2021 06:31 PM (IST)

    চরিথ আসালঙ্কার হাফসেঞ্চুরি

    বাংলাদেশের বিরুদ্ধে ৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কা

  • 24 Oct 2021 06:21 PM (IST)

    ১০ ওভারে শ্রীলঙ্কা ৮০/৪

    ১০ ওভারের খেলা শেষ। ৪ উইকেট হারিয়ে ৮০ রান তুলেছেন চরিথ আসালঙ্কারা। শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ৬০ বলে ৯২ রান

  • 24 Oct 2021 05:54 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে দাসুন শানাকার শ্রীলঙ্কা। জয়ের জন্য লঙ্কানদের প্রয়োজন ৮৪ বলে ১১৮ রান

  • 24 Oct 2021 05:51 PM (IST)

    ৫ ওভারে শ্রীলঙ্কা ৩৯/১

    ৫ ওভারে ৩৯ রান তুলেছে চরিথ আসালঙ্কারা। জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ১৭১ রান।

  • 24 Oct 2021 05:45 PM (IST)

    ৩ ওভারে শ্রীলঙ্কা ২৬/১

    তিন ওভারে এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তুলেছে ২৬ রান।

  • 24 Oct 2021 05:31 PM (IST)

    শ্রীলঙ্কার ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন কুশল পেরেরা ও পাথুম নিসঙ্কা

  • 24 Oct 2021 05:18 PM (IST)

    বাংলাদেশের ইনিংস শেষ

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে বাংলাদেশ। শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ১৭২ রান।

  • 24 Oct 2021 05:10 PM (IST)

    মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরি

    শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন বাংলাদেশের মুশফিকুর রহিম।

  • 24 Oct 2021 04:49 PM (IST)

    ১৫ ওভারে বাংলাদেশ ১১৮/২

    খেলা বাকি ৫ ওভারের। শ্রীলঙ্কাকে কত রানের টার্গেট দেন মহম্মদ নইমরা সেদিকেই নজর থাকবে

    মহম্মদ নইম ব্যাট করছেন ৫৬ রানে। মুশফিকুর রহিম রয়েছেন ৩৪ রানে

  • 24 Oct 2021 04:46 PM (IST)

    নইমের হাফসেঞ্চুরি

    শ্রীলঙ্কার বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন মহম্মদ নইম।

  • 24 Oct 2021 04:43 PM (IST)

    শতরান পূর্ণ বাংলাদেশের

    ১৩.৪ ওভারে দলগত শতরান পূর্ণ করল বাংলাদেশ

  • 24 Oct 2021 04:24 PM (IST)

    ১০ ওভারে পাকিস্তান ৭২/২

    প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৭২ রান। খেলা বাকি ১০ ওভারের।

    মহম্মদ নইম ৪০*, মুশফিকুর রহিম ৪*

  • 24 Oct 2021 04:05 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৪১ রান।

    নইম ব্যাট করছেন ২২ রানে। সাকিল আল হাসান আছেন ১ রানে।

  • 24 Oct 2021 03:58 PM (IST)

    ৫ ওভারে বাংলাদেশ ৩৮/০

    রান তোলার ব্যাপারে ধীরে হলেও ভালো শুরু বাংলাদেশের। কোনও উইকেট না হারিয়ে ৫ ওভারে বাংলাদেশ তুলেছে ৩৮ রান

  • 24 Oct 2021 03:49 PM (IST)

    ৩ ওভারে বাংলাদেশ ২১/০

    ৩ ওভারের খেলা হয়েছে। তাতে কোনও উইকেট না খুইয়ে স্কোরবোর্ডে ২১ রান তুলেছে মাহমুদুল্লাহের বাংলাদেশ।

  • 24 Oct 2021 03:32 PM (IST)

    বাংলাদেশের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন লিটন দাস ও মহম্মদ নইম

  • 24 Oct 2021 03:23 PM (IST)

    দেখুন বাংলাদেশের প্রথম একাদশ

    বাংলাদেশের প্রথম একাদশ: লিটন দাস, মহম্মদ নইম, সাকিব আল হাসান, মুসফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান, মহম্মদ সইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

  • 24 Oct 2021 03:16 PM (IST)

    দেখুন শ্রীলঙ্কার প্রথম একাদশ

    শ্রীলঙ্কার প্রথম একাদশ: কুশল পেরেরা, পাথুম নিসঙ্কা, চরিথ আসালঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো,  ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ভানিন্দু হাসারঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু  কুমারা, বিনুরা ফার্নান্ডো।

  • 24 Oct 2021 03:07 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল শ্রীলঙ্কা।

    টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা।

  • 24 Oct 2021 02:58 PM (IST)

    আজ রাত ৬.৩০ মিনিট থেকে দেখুন ভারত-পাকিস্তান লাইভ TV9 বাংলা ওয়েবসাইটে

    আজ রাত ৭.৩০ মিনিটে শুরু হবে ভারত-পাকিস্তান মহারণ। রাত ৬.৩০ মিনিট থেকে দেখুন ভারত-পাকিস্তান লাইভ TV9 বাংলা ওয়েবসাইটে।

    বিস্তারিত পড়ুন: T20 World Cup 2021 India vs Pakistan Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ

  • 24 Oct 2021 02:50 PM (IST)

    বাংলাদেশের বিরুদ্ধে লড়তে তৈরি লঙ্কানরা

    কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ।

  • 24 Oct 2021 02:45 PM (IST)

    সাকিবদের শেষ বেলার প্রস্তুতির ছবি

    দেখুন সাকিবদের শেষ বেলার প্রস্তুতির ছবি

Published On - Oct 24,2021 2:33 PM

Follow Us: