IPL 2024: টিমে রাখো, ধোনির বিকল্প হবে… কার জন্য KKRকে এমন লাখ টাকার পরামর্শ গাভাসকরের?

অনেক দিন পর আবার কলকাতা নাইট রাইডার্স মুঠো ধরতে চায় খেতাব। গৌতম গম্ভীর ফিরেছেন টিমের মেন্টর হয়ে। যাঁর হাত ধরে দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের টিম। কেকেআর (KKR) কি এ বার ট্রফি জিততে পারে? সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতো প্রাক্তন কিন্তু এমন পরামর্শ দিলেন, যা মানলে কলকাতা টিমের স্বপ্নপূরণও হতে পারে। কী সেই পরামর্শ?

IPL 2024: টিমে রাখো, ধোনির বিকল্প হবে... কার জন্য KKRকে এমন লাখ টাকার পরামর্শ গাভাসকরের?
টিমে রাখো, ধোনির বিকল্প হবে... কার জন্য KKRকে এমন লাখ টাকার পরামর্শ গাভাসকরের?
Follow Us:
| Updated on: Feb 12, 2024 | 5:22 PM

কলকাতা: মাসখানেকের সামান্য বেশি সময় হাতে। তার পরই বেজে উঠবে বিউগল। চার-ছয়ের গ্রীষ্মকালীন উৎসব শুরু হয়ে যাবে। নিজেদের গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ১০টা টিম। কারা জিতবে এ বারের আইপিএল? চেন্নাই, মুম্বই, আরসিবি, পঞ্জাব সহ সব টিমই স্বপ্ন দেখছে ট্রফির। অনেক দিন পর আবার কলকাতা নাইট রাইডার্স মুঠো ধরতে চায় খেতাব। গৌতম গম্ভীর ফিরেছেন টিমের মেন্টর হয়ে। যাঁর হাত ধরে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের টিম। কেকেআর (KKR) কি এ বার ট্রফি জিততে পারে? সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতো প্রাক্তন কিন্তু এমন পরামর্শ দিলেন, যা মানলে কলকাতা টিমের স্বপ্নপূরণও হতে পারে। কী সেই পরামর্শ?

কেকেআর গত কয়েক বছর ধরে বারবার ওপেনার বদলেছে। তাতেও টিম সাফল্য পায়নি। এ বার আর সেই পথে হাঁটতে বারণ করছেন গম্ভীরদের। বরং আস্থা রাখতে বলছেন রহমানুল্লা গুরবাজে। এতেই শেষ নয়, আফগানিস্তানের ক্রিকেটারের সঙ্গে ধোনির তুলনাও করে ফেললেন সানি। বলে দিলেন, ‘যতটুকু দেখেছি, আমি গুরবাজের ব্যাটিং ভালোবাসি। ও ভীষণ আগ্রাসী। ওর ব্যাটিংয়ে সঙ্গে ধোনির মিল রয়েছে। সেই কারণে হয়তো গুরবাজের ব্যাটিং দেখতে এতটা ভালোবাসি। ওকে টিমে রাখা উচিত।’

২০২৩ সালের আইপিএলে কেকেআরের হয়ে ১১টা ম্যাচ খেলেছিলেন গুরবাজ। ওপেন করতে নেমে বেশ সফল। বেগুনি জার্সিতে ২২৭ রান করেছিলেন। ৩৯ বলে ৮১ রানের একটা ইনিংসও খেলেছিলেন। ছিল দুটো হাফসেঞ্চুরি। গত বছরের তুলনায় গুরবাজ অনেক পরিণত। সেটা ওয়ান ডে বিশ্বকাপে প্রমাণও করে দিয়েছেন। এই গুরবাজকে ব্যবহার করতে বলছেন সানি। সেই সঙ্গে মাঠের বাইরে তাঁর ভূমিকাতেও মুগ্ধ সানি। বলেছেন, ‘বিশ্বকাপ শেষ হওয়ার পর গুরবাজ একটা দারুণ কাজ করেছে। যে সব মানুষ ফুটপাথে শুয়ে থাকেন, তাঁদের অর্থ দিয়েছে। এটা একটা দারুণ কাজ।’