India vs West Indies: পোলার্ডদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ক্যাপ্টেন রোহিতকে কত নম্বর দিলেন গাভাসকর?
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের ১০০০তম ওয়ান ডে ম্যাচে জয়ের পর, ক্যাপ্টেন রোহিতকে দারুণ নম্বর দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।
আমেদাবাদ: ভারতের ঐতিহাসিক ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) সীমিত ওভারের পূর্ণ অধিনায়কের দায়িত্ব শুরু করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। প্রোটিয়া সফরের আগেই সেই সুযোগটা পেয়েছিলেন রোহিত। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট সুযোগটা কাজে লাগাতে দেয়নি। তবে চোট সারিয়ে ফিট হিটম্যান দলে ফিরেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে সফরটা দারুণ জয় দিয়ে শুরু করলেন। নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রোহিত। এবং শেষ অবধি ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৬ উইকটে জেতে ভারত। আর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের ১০০০তম ওয়ান ডে ম্যাচে জয়ের পর, ক্যাপ্টেন রোহিতকে দারুণ নম্বর দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।
অধিনায়ক হিসেবে রোহিতকে ১০ এ ৯.৯৯ নম্বর দিলেন সানি। সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকর বলেন, “এই ধরণের দুরন্ত শুরুটাই ও চেয়েছিল। টস জেতা থেকে শুরু করে সব কাজ সঠিক করেছে রোহিত। এরপর বোলারদের সঠিক সময়ে ব্যবহার করে উইকেট তোলা, ফিল্ড সাজানোটাও ঠিক মতো করেছে। অল্প রান তাড়া করতে নেমে শুরুতে ব্যাট হাতে নিজেও রান পেয়েছে। সব দিক থেকেই ও সফল। তাই আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তা হলে আমি ওকে ১০-এ ৯.৯৯ দেব।”
রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া সত্যিকার অর্থেই পোলার্ডদের সিরিজের প্রথম ম্যাচে সব বিভাগেই পিছনে ফেলে দিয়েছিল। সে কথা গাভাসকরের কথাতেও পরিষ্কার। প্রথম ম্যাচে সানির কাছ থেকে ১০ এর মধ্যে ৯.৯৯ পাওয়া মানে দারুণ ব্যাপার। ফলে ক্যাপ্টেন হিটম্যানের ক্যাপ্টেন্সি যে নিঃসন্দেহে উপভোগ করছেন গাভাসকর, তা বোঝাই যাচ্ছে।
আরও পড়ুন: India vs West Indies: গুগলিই আমার সেরা অস্ত্র, বলছেন চাহাল
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা