ছোটদের বিশ্বকাপ খেলে রাজনৈতিক আশ্রয়ের খোঁজে ৬ যুব আফগান ক্রিকেটার

আফগানিস্তানের একটি খবরের কাগজ অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলে দেশে না ফিরে বেশ কিছু অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার লন্ডন চলে গিয়েছেন, রাজনৈতিক আশ্রয় চেয়ে।

ছোটদের বিশ্বকাপ খেলে রাজনৈতিক আশ্রয়ের খোঁজে ৬ যুব আফগান ক্রিকেটার
ছোটদের বিশ্বকাপ খেলে রাজনৈতিক আশ্রয়ের খোঁজে ৬ যুব আফগান ক্রিকেটার (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 6:40 PM

লন্ডন: আফগানিস্তান (Afghanistan) কি ক্রমশ বাসের অযোগ্য হয়ে উঠছে? বিশেষ করে প্লেয়ারদের জন্য? যত দিন যাচ্ছে, এই প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে। বিশেষ করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup) পর। এ বার ওয়েস্ট ইন্ডিজে (West Indies) ছিল ছোটদের বিশ্বকাপ। আফগানিস্তান টিম চমৎকার পারফর্ম করেছে এই বিশ্বকাপে। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিলেও আল্লাহ নূর, ইজাজ আহমেদদের ক্রিকেটে মুগ্ধ ছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু ক্রিকেটের বাইরের জীবন নিয়ে বিপর্যস্ত রশিদ খান, মহম্মদ নবিদের নতুন প্রজন্ম। সুলিমান সফির তালিবান সরকারের তাণড্বে জনজীবন এতটাই ব্যহত যে, দেশে ছেড়ে পালিয়ে যেতে চাইছেন তরুণ ক্রিকেটাররা। ওই দেশের একটি খবরের কাগজ অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলে দেশে না ফিরে বেশ কিছু অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার লন্ডন চলে গিয়েছেন, রাজনৈতিক আশ্রয় চেয়ে।

আফগান কাগজ পাশতোভার খবর ধরলে, ৬ ক্রিকেটার ও ৩ বোর্ড কর্তা ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি উড়ে গিয়েছেন লন্ডন। দেশের বেহাল রাজনৈতিক অবস্থার কারণে রাজনৈতিক আশ্রয় নিতে চেয়েছেন সেখানে। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে আফগানিস্তানে। বিশ্বকাপের সেমিফাইনাল শেষ হওয়ার তিন ঘণ্টার মধ্যে ক্রিকেটার এবং কর্তারা উড়ে যান লন্ডন। যাঁরা আর দেশে ফিরতে চাননি, তাঁদের নাম অবশ্য সরকারি ভাবে জানানো হয়নি বোর্ডের তরফে। শুধু তাই নয়, লন্ডনে গিয়ে তাঁদের কী হল, তাও জানা যাচ্ছে না। কিন্তু এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছে আফগান বোর্ড থেকে সরকার।

তালিবান ক্ষমতায় আসার পর এমন ঘটনা এই প্রথম। বছর তিনেক আগে একঝাঁক অ্যাথলিট দেশে ছেড়ে চলে গিয়েছিলেন। সেই ঘটনা নিয়েও তীব্র বিতর্ক দেখা দিয়েছিল। কিন্তু ক্রিকেটের মতো জনপ্রিয় খেলায় কোনও প্রভাব পড়েনি। বিশেষ করে তালিবান সরকারের প্রতিশ্রুতি ছিল, ক্রিকেটে তারা নাক গলাবে না। বাস্তবে অবশ্য তা হয়নি। তালিবান ক্ষমতায় আসার পর চাপ বাড়তে শুরু করে। দেশে পরিবার থাকায় প্রকাশে সিনিয়র টিমের ক্রিকেটাররা কিছু না বললেও তাঁরা যে স্বস্তিতে নেই, নানা ঘটনায় তা পরিষ্কার। ক্য়াপ্টেন রশিদকে না জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম বাছার কারণে পদত্যাগ করেছিলেন তিনি। আফগানিস্তানের পরিস্থিতি যে উত্তপ্ত, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যুব ক্রিকেটাররা।

আরও পড়ুন: Peng Shuai: অবশেষে বাখের আমন্ত্রণে ডিনারে গেলেন পেং সুয়াই

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা