AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tilak Varma: ভিডিয়ো: সেঞ্চুরিয়নে সেঞ্চুরি হাঁকিয়ে কাকে ‘ফ্লাইং কিস’ দিয়েছিলেন তিলক ভার্মা?

IND vs SA: সেঞ্চুরিয়নে সেঞ্চুরি করার পর সেলিব্রেশনে মেতে ওঠেন তিলক। দেখা যায় হেলমেট খুলে ব্যাট হাতে নিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছেন তিলক। কাকে ফ্লাইং কিস দিয়েছিলেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি?

Tilak Varma: ভিডিয়ো: সেঞ্চুরিয়নে সেঞ্চুরি হাঁকিয়ে কাকে 'ফ্লাইং কিস' দিয়েছিলেন তিলক ভার্মা?
Tilak Varma: ভিডিয়ো: সেঞ্চুরিয়নে সেঞ্চুরি হাঁকিয়ে কাকে 'ফ্লাইং কিস' দিয়েছিলেন তিলক ভার্মা?Image Credit: BCCI
| Updated on: Nov 14, 2024 | 1:08 PM
Share

কলকাতা: ভারতের রাইজিং স্টার তিলক ভার্মা (Tilak Varma) বুধ-সন্ধেয় সেঞ্চুরিয়নে দুরন্ত সেঞ্চুরি করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সর্বকণিষ্ঠ ক্রিকেটার হিসেবে শতরানের রেকর্ড এখন তিলকের। তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে ৪ ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে ৫৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। সেঞ্চুরিয়নে সেঞ্চুরি করার পর সেলিব্রেশনে মেতে ওঠেন তিলক। দেখা যায় হেলমেট খুলে ব্যাট হাতে নিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছেন তিলক। কাকে ফ্লাইং কিস দিয়েছিলেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি?

বিসিসিআইয়ের শেয়ার করা এক ভিডিয়োতে তিলক ভার্মা বলেন, ‘আজ আমি সব করব, আমাকে একটু সময় দাও। আমার জন্য দিনটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি সেঞ্চুরিয়নে সেঞ্চুরি করেছি। আমি খুব খুব খুশি।’ তিলকের এই কথাগুলো শেষ হতে না হতেই বিসিসিআই টিভির ভিডিয়োতে ভারতের এক সাপোর্ট স্টাফকে বলতে শোনা যায়, ‘একটা স্বপ্ন দেখেছিলাম, সেঞ্চুরিয়নে একটা লম্বা চুলের ছেলে সেঞ্চুরি করবে।’ এরপর তিলক হাসতে হাসতে বলেন, ‘লম্বা চুল একটু বাইরের দিকে এলে, ভালোই লাগে। হাত দিয়ে সামলানো যায়। আমি ম্যাচে চেষ্টা করেছিলাম নতুন কিছু করার। আর তাতে সেঞ্চুরিয়নে সেঞ্চুরি করেছি।’

বোর্ডের সেই ভিডিয়োর মাঝেই দেখা যায়, সেঞ্চুরিয়নে ম্যাচ দেখতে আসা ভারতীয় সমর্থকরা তিলককে ঘিরে উচ্ছ্বাসে মাতছেন। ব্যাটে, জার্সিতে অটোগ্রাফ দিতে দেখা যায় তিলককে। সেঞ্চুরিয়নে টিম ইন্ডিয়ার সেঞ্চুরিয়ন তিলক বলেন, ‘সম্প্রতি আমি একটু চোট পেয়েছিলাম। কয়েকটা সিরিজে খেলতে পারিনি তাই। অনেকে বলছিল, ভারতীয় টিমে কামব্যাক করা কঠিন হবে এ বার আমার জন্য। ঈশ্বরে আস্থা রাখি। সঠিক সময়ে সুযোগ পেয়েছি। সেঞ্চুরি করে তাই ঈশ্বরকে স্মরণও করেছি। আজ সত্যিই দারুণ লাগছে।’

এই সিরিজের স্কোরলাইন এখন ভারতের পক্ষে ২-১। তৃতীয় টি-২০ ম্যাচের শেষে তিলক জানান তিনি সেঞ্চুরির পর ফ্লাইং কিস দিয়েছিলেন ক্যাপ্টেন স্কাইকে। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘ওটা (ফ্লাইং কিস) ছিল সূর্যকুমার যাদবের জন্য। যখন সূর্যকুমার আমার হোটেলের রুমেক দরজায় টোকা দিয়ে জানায়, আমি তিন নম্বরে ব্যাট করব, আমি ভীষণ ভালো বোধ করছিলাম। আমি তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে নিরাশ করব না।’

ভারতের টি-২০ টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব দলের তরুণ তুর্কি তিলক ভার্মাকে নিয়ে বোর্ডের শেয়ার করা ভিডিয়োতে বলেন, ‘যখন কেউ ভালো খেলে জানায়, নেপথ্যের লড়াইটা মনে করে। এত কম বয়সে আগ্রাসী মেজাজে খেলা, নিজের খেলার ধরন নিয়ে পরিষ্কার থাকাটাও দারুণ। ও যে ইনিংসটা উপহার দিল, আমার মনে আছে বেরহাতে আমাকে এসে বলেছিল, যদি পারো তা হলে একটা ফিক্সড নম্বরে পাঠাও। তিন নম্বরে যদি পাঠাও তা হলে আমি সেখানে ভালো খেলব, সেই ভরসা রাখো। ওকে সেই সুযোগটা দেওয়ায় ও পারফর্ম করে দেখিয়েছে।’