IND vs SL: ‘সিচুয়েশন স্টার’ অক্ষর, সারপ্রাইজ বোলার রিয়ান; ক্যাপ্টেন স্কাই দিলেন দরাজ সার্টিফিকেট

Jul 28, 2024 | 11:57 AM

Watch Video: সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার পর সূর্য অবশ্য বলেন, তিনি জানেন কোনও ম্যাচে তাঁর ব্যাট না চললেও সমস্যা হবে না। দলে বাকি যাঁরা রয়েছে, তাঁরা ম্যাচ বের করে দিতে পারবেন। সূর্যকুমার একইসঙ্গে অক্ষর-রিয়ানকে দরাজ সার্টিফিকেটও দেন।

IND vs SL: সিচুয়েশন স্টার অক্ষর, সারপ্রাইজ বোলার রিয়ান; ক্যাপ্টেন স্কাই দিলেন দরাজ সার্টিফিকেট
IND vs SL: 'সিচুয়েশন স্টার' অক্ষর, সারপ্রাইজ বোলার রিয়ান; ক্যাপ্টেন স্কাই দিলেন দরাজ সার্টিফিকেট
Image Credit source: X

Follow Us

কলকাতা: ভারতীয় ক্রিকেটের নতুন টি-২০ যুগ শুরু হয়েছে জয় দিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাল্লেকেলে প্রথম টি-২০ ম্যাচ জিতেছে মেন ইন ব্লু। ফলে স্বাভাবিকভাবেই গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) জুটির মুখে হাসি ফুটেছে। টস হেরেছিলেন সূর্যকুমার যাদব। তাতে অবশ্য ম্যাচের রেজাল্টে সমস্যা হয়নি। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২১৩ রান তোলে ভারত। টপ অর্ডারের ৪ জনই ভালো পারফর্ম করেন। ক্যাপ্টেন স্কাই ২৬ বলে ৫৮ রান করেন। ম্যাচের সেরাও তিনি হন। সিরিজে ১-০ এগিয়ে যাওয়ার পর সূর্য অবশ্য বলেন, তিনি জানেন কোনও ম্যাচে তাঁর ব্যাট না চললেও সমস্যা হবে না। দলে বাকি যাঁরা রয়েছে, তাঁরা ম্যাচ বের করে দিতে পারবেন। সূর্যকুমার একইসঙ্গে অক্ষর-রিয়ানকে দরাজ সার্টিফিকেটও দেন।

অক্ষর প্যাটেল যেন সিচুয়েশন স্টার…

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে ২টি উইকেট নেন অক্ষর প্যাটেল। বোর্ডের শেয়ার করা এক ভিডিয়োতে সূর্যকুমার, অক্ষর ও রিয়ান এই তিনজন বিভিন্ন অনুভূতির কথা তুলে ধরেন। সেখানেই অক্ষর প্যাটেল বলেন, ‘আমার মনে হয়, আমার জন্য সিচুয়েশন তৈরি হয়ে যায়। আর সেই পরিস্থিতিতে আমি ভালো পারফর্ম করি। দলের প্রয়োজনের সময় ভালো বল করতে পারলে তার থেকে খুশির কিছু হয় না।’

সারপ্রাইজ বোলিং স্টার রিয়ান পরাগ…

১.২ ওভার বল করে ৫ রান দিয়ে তিন-তিনটি উইকেট নেন রিয়ান পরাগ। তিনি বলেন, ‘আমি বোলিং করতে ভালোবাসি। যত বেশি সম্ভব বল করার আমি চেষ্টা করি। নেটে আলোচনা হচ্ছিল, কোথায় ও কেমন বল করতে হবে। এই রকম পরিস্থিতিতে কেমন বোলিং করতে পারি তাঁর প্রস্তুতি গৌতম স্যারের সঙ্গে নিয়েছিলাম। ১৬-১৭ ওভারে বল করতে হলে, কী করা উচিত, আলোচনা হয়েছিল।’

সূর্যকুমার যাদব অসমের ক্রিকেটারকে প্রশংসায় ভরিয়েছেন। তিনি বলেন, ‘রিয়ান পরাগ সত্যিই স্পেশাল। আমি আইপিএলের সময়ও ওকে দেখেছি বোলিং করতে। নেটে বোলিং করতে দেখেছি ওকে। আমি প্রেস কনফারেন্সেও বলেছিলাম, ওর মধ্যে একটা এক্স ফ্যাক্টর রয়েছে।’

Next Article