বার্বাডোজে হাই স্কোরিং ম্যাচ হয়। প্রথম ইনিংসে গড় স্কোর ১৬১। তবে সকালের ম্যাচ হওয়ায় স্পিনারদের জন্য পরের দিকে সুবিধা থাকবে। শুরুতে পিচের আর্দ্রতা কাজে লাগাতে পারেন পেসাররা। রোহিত শর্মা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। পরের দিকে পিচ স্লো হবে বলেই মনে করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিউ ইয়র্কের পিচ প্রসঙ্গ উঠতেই হেসে ফেললেন। বলছেন, সেখানকার তুলনায় ভালো পিচ বলেই মনে হচ্ছে, তবে নিউ ইয়র্কেও আমরা এনজয় করেছি। এই মাঠে অতীতে অনেক খেলেছি। দলে পরিবর্তনের প্রসঙ্গ উঠতে, রোহিতের খুব বেশি সময় লাগেনি ভাবতে। মহম্মদ সিরাজের জায়গায় অবশেষে কুলদীপ যাদব। তবে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অবাক করেছে অনেককেই।
নিউ ইয়র্কে ড্রপ ইন পিচ। সেখানেই গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচ খেলেছে ভারত। ফ্লোরিডায় শেষ ম্যাচটি ভেস্তে যায়। গ্রুপ পর্বে পারফরম্যান্স স্বস্তির ছিল না বিরাট কোহলির। বিরাটের ব্যাটিং পজিশন পরিবর্তন করা হবে কিনা, এই নিয়েও জল্পনা ছিল। সুপার এইটে একটি মাত্রই বদলের পরিকল্পনা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল ভারতীয় শিবিরে। বাড়তি স্পিনার। গ্রুপ পর্বে রবীন্দ্র জাডেজা ছাপ ফেলতে না পারায় তাঁর জায়গা নিয়েও সংশয় ছিল। তবে ব্যাটিং গভীরতা ঠিক রাখতেই জাডেজাকে একাদশে রাখা হল।
ক্যারিবিয়ানে স্পিনাররা সুবিধা পাবেন, নিশ্চিত ছিলই। সে কারণেই কুলদীপ যাদবকে প্রস্তুত করা হচ্ছিল। ব্রিজটাউনে কড়া অনুশীলন করেন কুলদীপ। আগের দিন রাহুল দ্রাবিড়ও বলেছিলেন, তাঁকে কিংবা চাহালকে বাইরে রাখা খুবই কঠিন। অবশেষে সুযোগ দেওয়া হল কুলদীপকে। ব্যাটিং গভীরতা ঠিক রাখতে একাদশে জায়গা হারালেন মহম্মদ সিরাজ। বুমরা, অর্শদীপের সঙ্গে পেস বোলিং সামলাবেন হার্দিক। প্রয়োজন পড়লে শিবম দুবেও রয়েছেন।
ভারতের একাদশ: রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হজরতউল্লাহ জাজাই, গুলবদিন নায়েব, আজমতুল্লা ওমরজাই, মহম্মদ নবি, নাজিবুল্লা জাদরান, রশিদ খান, নুর আহমেদ, নবীন উল হক, ফজলহক ফারুকি