দুবাই: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর নবম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির ভারত (India) ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)। কোহলিব্রিগেডের কাছে আজকের ম্যাচ কার্যত ডু অর ডাই ম্যাচ। এ বারের টুর্নামেন্টে ভারত প্রথম ম্যাচেই পাকিস্তানের (Pakistan) কাছে হেরে অঘটন ঘটিয়ে ফেলেছে। তার পর ৬দিনের বিশ্রাম কাটিয়ে রবিরাতে দুবাইতে উইলিয়ামসনদের বিরুদ্ধে নামতে চলেছে মেন ইন ব্লু। কিউয়িরাও এ বারের বিশ্বকাপে বাবর আজমের পাকিস্তানের কাছে হেরে কাপ যাত্রা শুরু করেছে। ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরতে মরিয়া বোল্টরা। তার থেকেও আরও একটা পরিসংখ্যানের খাঁড়া ঝুলছে রোহিতদের মাথার ওপর। শেষ ১৮ বছরে আইসিসির (ICC) কোনও টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত। ফলে বড় প্রশ্ন হল আজ কি সেই কলঙ্কের রেকর্ড ভাঙতে পারবে বিরাটবাহিনী? দুবাইতে রবিরাতে ২ পয়েন্ট তুলে নেবে কারা, সেদিকে বিশেষ নজর থাকবে সকলের।
ভারত বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটি আজ রবিবার (৩১ অক্টোবর) হবে।
ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টায় টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: T20 World Cup 2021: ডু অর ডাই ম্যাচে বাঁ-হাতি বোল্টই চিন্তা বাড়াচ্ছেন বিরাটদের
আরও পড়ুন: T20 World Cup 2021: শার্দূলকে ধরেই কিউয়ি বধের ভাবনা ভারতের