কলকাতা: রাত পোহালেই টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) বোধন। তার আগে রোহিত শর্মার মেন ইন ব্লু একমাত্র ওয়ার্ম আপ ম্যাচ খেলছে। প্রতিপক্ষ বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে ভারত-বাংলাদেশ (IND vs BAN) ওয়ার্ম আপ ম্যাচ। ইতিমধ্যেই ছুটি কাটিয়ে নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। আজকের ওয়ার্ম আপ ম্যাচে কোহলি খেলছেন না। কিন্তু তিনি ওই ম্যাচের আগে পৌঁছে যান নাসাউ স্টেডিয়ামে।
বিরাট কোহলি মাঠে প্রবেশ করার সময় নাসাউ স্টেডিয়ামে হাজির ভারতের সমর্থকরা তাঁর নামে স্লোগান দিতে থাকেন। চারিদিক মুখরিত হয়ে যায় ‘বিরাট ধ্বনি’-তে। ভারতীয় টিমের অন্যান্য সদস্যরা বিরাট কোহলিকে ছাড়াই তিনটি অনুশীলন সেশন করেছে। এ বার তাঁকে ছাড়াই প্রস্তুতি ম্যাচও খেলল টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে টসের সময় রোহিত জানিয়ে দেন, বিরাট গতকালই আমেরিকাতে পৌঁছেছেন বলে তিনি প্রস্তুতি ম্যাচে খেলছেন না।
Virat kohli has arrived at Nassau Cricket Stadium, New York🤩#viratkohli #t20worldcup pic.twitter.com/xc10YZbYoo
— 𝙒𝙧𝙤𝙜𝙣🥂 (@wrognxvirat) June 1, 2024
নাসাউ স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ ওয়ার্ম আপ ম্যাচ শুরু হওয়ার আগে বিরাট কোহলি মাঠে প্রবেশ করতেই তাঁকে নিয়ে ধারাভাষ্যকাররা কথা বলতে শুরু করেন। ওই সময়ের এক ভিডিয়োতে দেখা যায় বিরাট কোহলি নিজের প্র্যাক্টিস জার্সি তুলে সিক্স প্যাক দেখছেন। নেটদুনিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে।
Six packs 🥵🥵🥵 pic.twitter.com/eNjCkcLhPb
— Rishi (@was_rishi) June 1, 2024
এ বারের টি-২০ বিশ্বকাপ জিতে ভারতীয় টিম চাইছে দীর্ঘদিনের আইসিসি ট্রফির খরা কাটাতে। বিশ্বকাপের নবম সংস্করণে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ ৫ জুন। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আর আগামিকাল রয়েছে বিশ্বকাপের জোড়া ম্যাচ। ভারতীয় সময় অনুসারে রবি-সকাল ৬টা নাগাদ বিশ্বকাপের বল মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আমেরিকা ও কানাডা। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে, ভারতীয় সময় অনুসারে রাত ৮টায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনির ম্যাচ।