T20 World Cup 2021: মরুশহরে মহাযুদ্ধের আগেই সামনাসামনি দেখা দুই কোচের

মেগা ম্যাচের আগে দুই কোচ কথা বললেন। পাশাপাশি দাঁড়িয়ে আবার ছবিও তুললেন। মাঠের যুদ্ধে নামার আগেই সামনাসামনি বিরাট আর বাবরদের কোচ। যদিও ছবিটা শেয়ার করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেখানে রবি শাস্ত্রী, ম্যাথু হেডেন ছাড়াও ছিলেন ক্যারিবিয়ান ক্রিকেট দলের কোচ ফিল সিমন্স। ক্রিকেট কেরিয়ারে শাস্ত্রী এবং হেডেন কেউই একে অপরের মুখোমুখি হননি। তবে কোচিং কেরিয়ারে এই প্রথম বার দু'জনে একে অপরের মুখোমুখি হবেন।

T20 World Cup 2021: মরুশহরে মহাযুদ্ধের আগেই সামনাসামনি দেখা দুই কোচের
শাস্ত্রী ও হেডেন। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2021 | 4:11 PM

দুবাই: রবিবার মরুশহরে মহাযুদ্ধ। দুবাইয়ের (Dubai) ২২ গজে ভারত-পাক (India vs Pakistan) মহারণের অনেক আগে থেকেই পারদ চড়তে শুরু করে দিয়েছে। বিরাট কোহলি (Virat Kohli) বনাম বাবর আজম (Babar Azam) দ্বৈরথ দেখতে মুখিয়ে দুই দেশের ক্রিকেটপ্রেমীরাও। তবে হাইভোল্টেজ ম্যাচের আগে পাকিস্তানের কোচ ম্যাথু হেডেনের (Matthew Hayden) সঙ্গে দেখা করলেন ভারতের কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।

মেগা ম্যাচের আগে দুই কোচ কথা বললেন। পাশাপাশি দাঁড়িয়ে আবার ছবিও তুললেন। মাঠের যুদ্ধে নামার আগেই সামনাসামনি বিরাট আর বাবরদের কোচ। যদিও ছবিটা শেয়ার করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেখানে রবি শাস্ত্রী, ম্যাথু হেডেন ছাড়াও ছিলেন ক্যারিবিয়ান ক্রিকেট দলের কোচ ফিল সিমন্স। ক্রিকেট কেরিয়ারে শাস্ত্রী এবং হেডেন কেউই একে অপরের মুখোমুখি হননি। তবে কোচিং কেরিয়ারে এই প্রথম বার দু’জনে একে অপরের মুখোমুখি হবেন। কয়েক দিন আগেই পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব দেওয়া হয় ম্যাথু হেডেনের কাঁধে। বিশ্বকাপের আসরে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। হেডেনের কাঁধে ভর করে সেই মিথ ভাঙার স্বপ্ন দেখছে পাক ক্রিকেটপ্রেমীরা।

শুধু তাই-ই নয়, দুবাইয়ে আইসিসির ক্রিকেট অ্যাকাডেমিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল পাকিস্তান। রবিবারের মহাযুদ্ধের আগে চিরশত্রুকে পরখও করে নিল টিম ইন্ডিয়া। ভারতীয় দল যখন ওয়ার্ম আপ ম্যাচ খেলতে মাঠে আসে, কখনও পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষ হয়নি। সেই সুযোগে বাবরদের মেপেও নেন শাস্ত্রী-কোহলিরা। ওয়ার্ম আপ ম্যাচ খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর সঙ্গে দেখা হয় বিরাটদের মেন্টর এমএস ধোনির। আইপিএলে দু’জনে আবার একই দলের হয়ে খেলেন। ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরানের সঙ্গে দেখা হয় ঋষভ পন্থের।

ওয়ার্ম আপ ম্যাচে ভারত-ইংল্যান্ড ম্যাচের আগেই দুবাইয়ে দেখা দুই কিংবদন্তির। মহেন্দ্র সিং ধোনি আর ক্রিস গেইলের। সুপার টুয়েলভ শুরুর আগে প্রত্যেকেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে। গেইল এখনও বিশ্বকাপের দলে ক্রিকেটার হিসেবে থাকলেও ধোনির ভূমিকা পাল্টেছে। তিনি এখন বিরাটদের মেন্টর। মাঠের বাইরে থেকেই টিম ইন্ডিয়াকে পরামর্শ দেবেন ক্যাপ্টেন কুল।

প্রথম ওয়ার্ম আপ ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে ভারত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ হেরে গিয়েছে পাকিস্তানের কাছে। তবে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে গিয়েই দুবাইয়ে আইসিসির অ্যাকাডেমিতে দেখা ধোনি-গেইলের। আইপিএলের মাঝপথেই সরে দাঁড়িয়েছিলেন ক্রিকেটের ইউনিভার্স বস। টানা বায়ো বাবলে থাকতে হওয়ায় মানসিক ভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন গেইল। তাই কিংস ইলেভেন পঞ্জাবের শিবির ছেড়ে দেন ক্যারিবিয়ান কিং। ২০ ওভারের ফরম্যাটে দু’বার চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর সেই দু’বারই দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ক্রিস গেইল। এমনকি গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও (২০১৬) চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ধোনির সঙ্গে বেশ আনেকক্ষণই কথা বলেন গেইল। আইসিসির টুইটে ক্যাপশন- এক ফ্রেমে দুই কিংবদন্তি। স্মরণীয় মুহূর্ত।

আরও পড়ুন: T20 World Cup 2021: ইউনিভার্স বসের সঙ্গে দেখা ক্যাপ্টেন কুলের