কলকাতা: রিঙ্কু সিং বিশ্বকাপ টিমে সুযোগ পাননি, তাঁর প্রতি কি অবিচার হয়েছে? ক্রিকেট মহলে অনেকেই এমনটা মনে করেন। অবশ্য নির্বাচক প্রধান অজিত আগরকর ও ভারত অধিনায়ক রোহিত শর্মা প্রেস কনফারেন্সে জানিয়েছেন, রিঙ্কুকে বিশ্বকাপ (T20 World Cup 2024) টিমে না নেওয়াটা সবথেকে কঠিন সিদ্ধান্ত। চার স্পিনার নিতে গিয়েই রিঙ্কুর টিমে জায়গা হয়নি। আলিগড়ের ছেলে ২৬ বছরের রিঙ্কু সিং এ বারের বিশ্বকাপে সুযোগ পাননি ঠিকই, কিন্তু রয়েছেন রিজার্ভ প্লেয়ারের তালিকায়। শুক্রবার শহরের এক পাঁচ তারা হোটেলে বেঙ্গল প্রো টি-টোয়েন্টির ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে এসে কেকেআরের তারকা রিঙ্কুর (Rinku Singh) পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
বিশ্বকাপে রিঙ্কুর সুযোগ না পাওয়া নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমার মনে হয় ওরা আরও একজন স্পিনার নিয়ে যেতে চাইছিল, তাই রিঙ্কু সুযোগ পেল না। তবে রিঙ্কু সিং এই শুরু করেছে। অনেক দূর যাবে।’ ১৫ সদস্যের ভারতীয় টিমে চার স্পিনার গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নের উত্তরে মহারাজ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে স্লো উইকেট। সেখানে টার্নিং উইকেট। বড় মাঠ, ফলে চার স্পিনার গুরুত্বপূর্ণ।’
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কাছে ঋষভ পন্থের ফর্ম নিয়ে জানতে চাওয়া হলে সৌরভ বলেন, ‘পন্থ অসাধারণ প্লেয়ার। আমি ওকে এবং টিমের সকলকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানাই। বিশ্বকাপে শক্তিশালী ভারতীয় টিম যাচ্ছে। ১৫ জন সদস্যই শক্তিশালী ও যোগ্য। আমি মনে করি ভারত টুর্নামেন্টের সেরা টিম। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় গিয়ে ভারতীয় দল ভালো খেলবে।’
শনি-রাতে সল্টলেট স্টেডিয়ামে আইএসএল ফাইনাল। তাতে মুখোমুখি মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ টিম, রিঙ্কু সিং, ঋষভ পন্থকে নিয়ে একঝাঁক প্রশ্নের পাশাপাশি সৌরভের কাছে জানতে চাওয়া হয় মোহনবাগান টিম নিয়ে বার্তা। যা শুনে সৌরভ বলেন, ‘আশা করি আমরা আইএসএল জিতব।’