IND vs ENG: ঐতিহাসিক ড্র ভারতের, ম্যাঞ্চেস্টারে আরও দুই সেঞ্চুরি!
IND vs ENG 4th Test: ম্যাঞ্চেস্টার টেস্টের চতুর্থ দিন যেখানে ইনিংস হারের আতঙ্ক ছিল, সেখান থেকে নাটকীয় ড্র। দেড়দিনের বেশি সময় ধরে ক্রিজে কাটিয়ে দেওয়া নয়। অসাধ্যসাধন বলাই যায়। সেটাই করে দেখাল ভারত। এখান থেকে সিরিজ জেতার সুযোগ নেই ভারতের কাছে, তবে ইংল্যান্ডের অপেক্ষাও বাড়িয়ে দিল।

টেস্ট কেরিয়ারে প্রথম সেঞ্চুরি ওয়াশিংটন সুন্দরের। তেমনই আরও একবার দলকে ভরসা দিলেন রবীন্দ্র জাডেজা। এর আগে টানা হাফসেঞ্চুরি করেছিলেন। ম্যাঞ্চেটারে দুর্দান্ত সেঞ্চুরি স্যার জাডেজার। ম্যাঞ্চেস্টার টেস্টের চতুর্থ দিন যেখানে ইনিংস হারের আতঙ্ক ছিল, সেখান থেকে নাটকীয় ড্র। দেড়দিনের বেশি সময় ধরে ক্রিজে কাটিয়ে দেওয়া নয়। অসাধ্যসাধন বলাই যায়। সেটাই করে দেখাল ভারত। এখান থেকে সিরিজ জেতার সুযোগ নেই ভারতের কাছে, তবে ইংল্যান্ডের অপেক্ষা বাড়িয়ে দিল।
জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। এজবাস্টনে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। লর্ডসে ভারতের কাছে দুর্দান্ত সুযোগ ছিল সিরিজে এগিয়ে যাওয়ার। কিন্তু ১৯৩ রান তাড়া করতে নেমে মাত্র ২২ রানে হার। সিরিজ জিইয়ে রাখতে হলে ম্যাঞ্চেস্টারে জিততেই হত। আর ইংল্যান্ডের কাছে সুযোগ ছিল সিরিজ জিতে নেওয়ার। সেই মঞ্চও প্রস্তুত ছিল। কিন্তু শুভমন, রাহুলের পর ওয়াশিংটন সুন্দর এবং অবশ্যই রবীন্দ্র জাডেজা সেই জয়ের রাস্তা ইতি করে দিল। ওভাল অবধি অপেক্ষা করতে হবে।
ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসে মাত্র ৩৫৮ রানেই অলআউট ভারত। জবাবে ৬৬৯ রানের পাহাড়প্রমাণ স্কোর ইংল্যান্ডের। সেখান থেকেই ইনিংস হার বাঁচানোই প্রাথমিক চ্যালেঞ্জ ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে চাপ বাড়ে ভারতের। লোকেশ রাহুল ২০০-র বেশি বল খেলেছেন। অল্পের জন্য সেঞ্চুরি মিস হয় তাঁর। তবে শুভমন গিল দুর্দান্ত সেঞ্চুরি করেন। সুন্দর-জাডেজা জুটি শুরুতে ব্লক করাতেই মন দেন। স্কোর লেভেল করার পরই আক্রমণ।
দ্বিতীয় ইনিংসে ভারত ৪ উইকেটে ৪২৫ রান তোলে। ম্যাচ ড্র হয়। ওয়াশিংটন সুন্দর ১০১ এবং রবীন্দ্র জাডেজা ১৮৫ বলে ১০৭ রান করেন। সব মিলিয়ে দেড় দিনেরও বেশি সময় পেলেও ভারতের ৪ উইকেটের বেশি ফেলতে পারেনি ইংল্যান্ড। ওভালে শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করাই আপাতত লক্ষ্য ভারতের।
