T20 World Cup: টি২০ বিশ্বকাপের এই অঘটনগুলি সম্পর্কে জানেন?
World Cup Upsets: হতেই পারে এই ম্যাচগুলি দেখেছেন, কিংবা দেখেননি। আরও এক বার স্মৃতি ঝালিয়ে নেওয়া যাক।
কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) আরও একটা অঘটন। এদিন শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড। বিশ্বকাপে (T20 World Cup) এমন ঘটনা নতুন নয়। এর আগেও তথাকথিত আন্ডারডগরা বড় দলকে হারিয়েছে (World Cup Upsets)। এ দিনের ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচ ছাড়াও এমন দশটি ম্যাচের উদাহরণ দিল Tv9Bangla। হতেই পারে এই ম্যাচগুলি দেখেছেন, কিংবা দেখেননি। আরও এক বার স্মৃতি ঝালিয়ে নেওয়া যাক। এ বারের বিশ্বকাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে হারিয়েছে নামিবিয়া। দু-বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ছিটকে দিয়েছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এমন কিছু ম্যাচ…।
২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশকে হারিয়েছিল আয়ারল্যান্ড। ট্রেন্ট জনসনের অনবদ্য বোলিংয়ের (৪-০-২০-৩) সৌজন্য বাংলাদেশ ৯০ রানে ৬ উইকেট হারায়। মাশরাফি মোর্তাজার সৌজন্যে শেষ অবধি ১৩৭-৮ করে বাংলাদেশ। ও’ব্রায়েন ব্রাদার্সের অনবদ্য ব্যাটিংয়ে ১০ বল বাকি থাকতেই ম্যাচ জেতে আয়ারল্যান্ড।
২০১৬ সালের আয়ারল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারায় ওমান। আয়ারল্যান্ডের মন্থর শুরু হলেও ১৫৪-৫ স্কোর গড়ে। এত রান তাড়া করে জেতা ওমানের পক্ষে কঠিন। তবু ১ বল বাকি থাকতেই জয় ওমানের।
২০১৪ সালের বিশ্বকাপে হংকংয়ের কাছে হেরেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হয়েছিল হংকংয়ের। বাংলাদেশকে মাত্র ১০৮ রানে অলআউট করে তারা। বাঁ হাতি স্পিনার নাদিম আহমেদ (৪-২১), লেগ স্পিনার নিজাকত খান (৩-১৯) অনবদ্য বোলিং করেন। সাকিব আল হাসানের ৪-০-৯-৩ বোলিং পরিসংখ্যান সত্ত্বেও ২ বল বাকি থাকতে ম্যাচ জেতে হংকং।
২০১৪ সালের বিশ্বকাপে আরও একটি অঘটন, নেদারল্যান্ডসের কাছে ইংল্যান্ডের হার। নেদারল্যান্ডসকে মাত্র ১৩৩-৫ স্কোরে আটকে দেয় ইংল্য়ান্ড। মুদাস্সার বুখারি (৩-১২) এবং লোগান ভ্যান বিক (৩-৯) সৌজন্যে ১৮ ওভারে ৮৮ রানেই অলআউট ইংল্যান্ড। ২০০৭ সালের উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১ বল হাতে রেখেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল জিম্বাবোয়ে।