T20 World Cup 2022: অশ্বিন না চাহাল? ভারতীয় বোলিং কোচ দিলেন ইঙ্গিত!

এশিয়া কাপ থেকেই ডেথ বোলিং সমস্যায় ভুগছে ভারত। বিশ্বকাপের প্রথম ম্যাচেও সেই রোগ যায়নি। শেষ ৩ ওভারে ভারতীয় বোলাররা দিয়েছেন ৩৪ রান।

T20 World Cup 2022: অশ্বিন না চাহাল? ভারতীয় বোলিং কোচ দিলেন ইঙ্গিত!
অশ্বিন না চাহাল? ভারতীয় বোলিং কোচ দিলেন ইঙ্গিত!
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2022 | 4:09 PM

মেলবোর্ন: ডেথ ওভার যে চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় টিমকে, পাকিস্তান ম্যাচেই মিলেছে তার ইঙ্গিত। বিশ্বকাপের (T20 World Cup 2022) বাকি ম্যাচে সেখান থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়ে গেল টিম ম্যানেজমেন্টের। কোচ রাহুল দ্রাবিড় হোন আর ক্যাপ্টেন রোহিত শর্মা, নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুপার টুয়েলভের পরবর্তী ম্যাচ বোলিংয়ে কিছুটা বদল আনার পক্ষপাতী। পাকিস্তানের বিরুদ্ধে দুই স্পিনারকে খেলানো হয়েছিল। রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল খেলেছিলেন আগের ম্যাচে। কিন্তু ডাচদের বিরুদ্ধে একাদশে ফিরতে পারেন যুজবেন্দ্র চাহাল। বাবর আজমদের হারানোর পর ভারতীয় টিমের আত্মবিশ্বাস তুঙ্গে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধেও একই ছন্দ ধরে রাখতে চান রোহিত-বিরাটরা। কী বদল হতে পারে, তার খোঁজ দিল TV9Bangla

এশিয়া কাপ থেকেই ডেথ বোলিং সমস্যায় ভুগছে ভারত। বিশ্বকাপের প্রথম ম্যাচেও সেই রোগ যায়নি। শেষ ৩ ওভারে ভারতীয় বোলাররা দিয়েছেন ৩৪ রান। ভারতীয় টিমের বোলিং কোচ পরশ মামরে বলছেন, ‘শেষ কয়েকটা ওভার শুধু ভারতীয় টিমই নয়, সব টিমের কাছেই একটা বড় চ্যালেঞ্জ। শেষ ম্যাচটাকে যদি ধরি, শেষ কয়েকটা ওভারে সব টিমই বড় রান তোলার চেষ্টা করে। এটা বড় চ্যালেঞ্জ। এই সময়ের জন্য আমাদের তৈরি থাকতে হবে। সেই কারণেই ঠিক বোলার খুঁজে নিতে হবে।’

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচটা যে টিমের বিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে, তা মেনে নিচ্ছেন প্রাক্তন ভারতীয় পেসার। মামরে বলছেন, ‘টুর্নামেন্টের শুরুতেই একটা কঠিন ম্যাচ থাকলে সুবিধাই হয়। পাকিস্তান ম্যাচটা যদি ৩ বা ৪ নম্বর খেলা হত, তা হলে অন্য খেলাগুলোয় প্রভাব পড়ত। সে দিক থেকে পাকিস্তান ম্যাচ প্রথমে খেলায় ভালোই হয়েছে।’

একই সঙ্গে অর্শদীপ সিংয়ের ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল দেখছেন ভারতীয় বোলিং কোচ। ‘আইপিএলের সময় থেকেই ও প্রচুর পরিশ্রম করেছে। পাওয়ার প্লে ও ডেথ— দুটো আলাদা পরিস্থিতিতে বোলিং করে আসছে। দু’রকম পরিস্থিতিতে বোলিং করার জন্য ও অনেক বেসি ধারালো হয়ে উঠেছে। সেই সঙ্গে ভুবি, সামির মতো সিনিয়র বোলারদের সঙ্গে নিয়মিত কথা বলার সুযোগ পেয়েছে। ওদের কাছ থেকে যা শিখেছে, সেটা ওর বোলিংয়ে মিশিয়ে অর্শদীপ। কেরিয়ারে উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছে। চাপ সামলাতে শিখে গিয়েছে যে কারণে। অর্শদীপের উপর আমাদের প্রচুর ভরসা রয়েছে। ওর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।’

অশ্বিন না চাহাল? মামরের মন্তব্য, ‘ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্যের জন্য অশ্বিনকে আমরা খেলিয়েছি। কিন্তু যখনই দরকার পড়বে অন্য কোনও স্পিনারকে খেলানোর, আমরা নিশ্চিত ভাবেই চাহালের কথা ভাবব।’