ICC Rankings: বিরাট ইনিংসে ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে ফিরলেন কোহলি

টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি গ্রিন আর্মির বিরুদ্ধে ৮২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। তাঁর ব্যাটে ভর করে ভারত সেই ম্যাচ জেতে। এ বার ওই ইনিংসের সুবাদে আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়েও উন্নতি করলেন কোহলি।

ICC Rankings: বিরাট ইনিংসে ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে ফিরলেন কোহলি
আইসিসি ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে ফিরলেন বিরাটImage Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2022 | 4:58 PM

দুবাই: মেলবোর্নে চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) ভারত-পাক মহারণের পর থেকে বলা হচ্ছে, বিরাট কোহলি (Virat Kohli) প্রমাণ করলেন তিনি কামব্যাক কিং। বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে সুপার-১২-র প্রথম ম্যাচে ৪ উইকেটে জিতেছে রোহিত শর্মার ভারত। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি গ্রিন আর্মির বিরুদ্ধে ৮২ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। তাঁর ব্যাটে ভর করে ভারত সেই ম্যাচ জেতে। এ বার ওই ইনিংসের সুবাদে আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়েও উন্নতি করলেন কোহলি। ব়্যাঙ্কিংয়ে প্রথম দশের ধারেকাছে ছিলেন না বিরাট। সেখান থেকে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর একটা ইনিংসই কোহলিকে ১৫ নম্বর স্থান থেকে পৌঁছে গিয়েছে ৯ নম্বরে। ব়্যাঙ্কিংয়ে ভারতের কোন ক্রিকেটার কত নম্বরে রয়েছেন দেখে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

আইসিসির সদ্য প্রকাশিত টি২০ ব়্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উপরে উঠেছেন কোহলি। অন্যদিকে ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব ২ নম্বর স্থান হারিয়ে ফেলেছেন। তাঁকে টপকে গিয়ে ২ নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। তিন নম্বরে নেমে গিয়েছেন স্কাই। সূর্যর অর্জিত রেটিং পয়েন্ট ৮২৮। আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম দশে সূর্যকুমার ও বিরাট ছাড়া আর কোনও ভারতীয় ক্রিকেটার নেই।

আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন পাক উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮৪৯। দুই নম্বরে থাকা কিউয়ি তারকা ডেভন কনওয়ের অর্জিত রেটিং পয়েন্ট ৮৩১। চার থেকে আট নম্বরে রয়েছেন যথাক্রমে – পাক অধিনায়ক বাবর আজম (৭৯৯), প্রোটিয়া তারকা এইডেন মার্করাম (৭৬২), ইংল্যান্ডের ডেভিড মালান (৭৫৪), অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৬৮১) এবং শ্রীলঙ্কার পাথুম নিশঙ্ক (৬৫৮)।