T20 World Cup 2024: হার্দিকের বদলি নেই, শিবম কেন বিশ্বকাপ টিমে? খোলসা করলেন অজিত-রোহিত

May 02, 2024 | 9:17 PM

Rohit Sharma: আইপিএল চলাকালীন সকলের ভালো পারফরম্যান্স নজরে রাখা হয়েছিল। জানিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য বলেন, 'আইপিএলের আগে আমরা ৭০-৮০ শতাংশ দল বেছেই রেখেছিলাম। আইপিএলে যে কেউ যখন হোক এসে সেঞ্চুরি করে দেয়। টিম কম্বিনেশন ভালো করাই আমাদের লক্ষ্য ছিল।'

T20 World Cup 2024: হার্দিকের বদলি নেই, শিবম কেন বিশ্বকাপ টিমে? খোলসা করলেন অজিত-রোহিত
হার্দিকের বদলি নেই, শিবম কেন বিশ্বকাপ টিমে? খোলসা করলেন অজিত-রোহিত
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: হার্দিক পান্ডিয়া কেন সুযোগ পেলেন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) টিমে? কুড়ি-বিশের বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের টিম ঘোষণা হওয়ার পর থেকে বার বার বিভিন্ন ভাবে এই প্রশ্ন উঠে এসেছে। এ বার ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্সে নির্বাচক প্রধান অজিত আগরকর জানালেন, হার্দিক পান্ডিয়া যা করতে পারেন, তাঁর বদলি কেউ নেই। একইসঙ্গে রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়েছেন, কেন শিবম দুবে সুযোগ পেয়েছেন বিশ্বকাপের মূল টিমে।

দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন। ২০২৩ সালের অক্টোবরে শেষ বার ভারতের জার্সিতে খেলেছেন হার্দিক। তাঁকেই টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মা ডেপুটি করা হয়েছে। এই প্রসঙ্গে অজিত বলেন, ‘সহ-অধিনায়কের দায়িত্ব নিয়ে ওর সঙ্গে কিছুই আলোচনা হয়নি। আমাদের প্রথম ম্যাচ হতে এখনও এক মাসের মতো সময় হাতে রয়েছে। ও যেমন খেলে এবং যেটা করতে পারে তাই ওর বদলি কেউ নেই। দীর্ঘদিন পর ও টিমে ফিরছে। আমরা আশা করছি ও যে ভাবে বোলিং করে তাতে অধিনায়ক রোহিতকে টিমে অনেক ভারসাম্য ও বিকল্প দেবে।’

আইপিএল চলাকালীন সকলের ভালো পারফরম্যান্স নজরে রাখা হয়েছিল। জানিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য বলেন, ‘আইপিএলের আগে আমরা ৭০-৮০ শতাংশ দল বেছেই রেখেছিলাম। আইপিএলে যে কেউ যখন হোক এসে সেঞ্চুরি করে দেয়। টিম কম্বিনেশন ভালো করাই আমাদের লক্ষ্য ছিল।’

সিএসকের তারকা অলরাউন্ডার শিবম দুবেকে বিশ্বকাপ টিমে নেওয়ার ব্যাপারে রোহিত বলেন, ‘আমাদের টপ অর্ডার তো ঠিক আছে। সেখানে বিকল্পও রয়েছে। আমরা চাই মিডল অর্ডারে এমন কেউ আসবে, যে ভয়ডরহীন খেলবে। সামনে কোন বোলার রয়েছে তা নিয়ে ভাববে না। শিবম দুবে আইপিএলে যেমন পারফর্ম করেছে এবং আইপিএলের আগে যে কটা ম্যাচে ও খেলেছে তার নিরিখে আমরা ওকে বেছেছি। তবে এটাও বলছি আমরা এখন থেকেই একাদশ বেছে নিচ্ছি না। ওখানে যাই তারপর চূড়ান্ত হবে।’

বিশ্বকাপে ভাবনায় কি বিরাট কোহলির স্ট্রাইকরেট? আইপিএলের মাঝে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে বার বার আলোচনা হচ্ছে। প্রধান নির্বাচক অবশ্য তা নিয়ে ভাবছেনই না। এই প্রসঙ্গে অজিত আগরকর জানান, বিরাটের স্ট্রাইক রেট নিয়ে কোনও আলোচনাই হয়নি। আইপিএলে তিনি দারুণ ফর্মে রয়েছেন। তাই বিরাটের স্ট্রাইক রেট নিয়ে চিন্তা করার কোনও কারণই তিনি দেখছেন না।

Next Article