India vs South Africa T20 2024: সঞ্জু-তিলকের সেঞ্চুরির সার্জিকাল স্ট্রাইক! রেকর্ড স্কোর ভারতের

Nov 15, 2024 | 10:33 PM

IND vs SA 4th T20I 2024, Sanju Samson-Tilak Varma: তিলক ভার্মা প্রোটিয়াদের বিরুদ্ধেই জোড়া সেঞ্চুরি করলেন। সঞ্জু ও তিলক যেন সার্জিকাল স্ট্রাইক করলেন জোহানেসবার্গে। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২৮৩ রান ভারতের। এ বছরই বাংলাদেশের বিরুদ্ধে হায়দরাবাদে ২৯৭ করেছিল ভারত।

India vs South Africa T20 2024: সঞ্জু-তিলকের সেঞ্চুরির সার্জিকাল স্ট্রাইক! রেকর্ড স্কোর ভারতের
Image Credit source: BCCI, PTI

Follow Us

দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের সর্বাধিক স্কোর। জোহানেসবার্গে সর্বাধিক স্কোরের রেকর্ড। এক ইনিংসে ভারতের সবচেয়ে বেশি ছয়। ভারতের একমাত্র ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে টানা দু-ম্যাচে সেঞ্চুরির রেকর্ড ছিল সঞ্জুর দখলে। বাংলাদেশের বিরুদ্ধে হায়দরাবাদের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েছিলেন। তিলক ভার্মা প্রোটিয়াদের বিরুদ্ধেই জোড়া সেঞ্চুরি করলেন। সঞ্জু ও তিলক যেন সার্জিকাল স্ট্রাইক করলেন জোহানেসবার্গে। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২৮৩ রান ভারতের। এ বছরই বাংলাদেশের বিরুদ্ধে হায়দরাবাদে ২৯৭ করেছিল ভারত।

গত ম্যাচেই ব্যাটিং অর্ডারে তিন নম্বরে প্রোমোশন দেওয়া হয় তিলক ভার্মাকে। সেঞ্চুরিয়নে সেঞ্চুরি করে ক্যাপ্টেন স্কাইয়ের ছেড়ে দেওয়া জায়গার মর্যাদা রেখেছিলেন। ম্যাচের পর স্কাই জানিয়েছিলেন, তিন নম্বর জায়গাটা তিলকের জন্যই তোলা থাক। জোহানেসবার্গেও তাঁকে তিনেই নামানো হল। ঠিক যেন গত ম্যাচ থেকেই শুরু করলেন। একের পর এক চোখ ধাঁধানো শট। চার ছয়ের বন্যা। শেষ অবধি ৪১ বলে সেঞ্চুরিতে তিলক ভার্মা।

এই খবরটিও পড়ুন

জো’বার্গে সর্বাধিক স্কোর ছিল শ্রীলঙ্কার। কেনিয়ার বিরুদ্ধে ২৬০ করেছিল তারা। ভারত সেই স্কোর ছাপিয়ে যায় ১৯তম ওভারেই। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে এক ইনিংসে ২২টি ছয় মেরেছিল ভারত। শেষ ওভারে সঞ্জু স্যামসন আরও একটা ছয় মারতেই সেই সংখ্যা ছাপিয়ে যায় ভারত। দ্বিতীয় উইকেটে ২০০ রানের জুটিও পেরিয়ে যায় তিলক-সঞ্জু জুটি। টি-টোয়েন্টিতে যা রেকর্ড। তিলক ভার্মা ৪৭ বলে ১২০ এবং সঞ্জু স্যামসন ৫৬ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন। এই নিয়ে তৃতীয় বার টি-টোয়েন্টিতে কোনও এক ইনিংসে জোড়া সেঞ্চুরি।

Next Article