India vs Pakistan: যুবির শুভেচ্ছাবার্তাই কাল হল পাকিস্তানের! মন খারাপ করে আফ্রিদি বললেন…

Jun 12, 2024 | 6:20 PM

T20 World Cup 2024: নেটদুনিয়ায় ভাইরাল যুবরাজ সিং ও শাহিদ আফ্রিদির এক ভিডিয়ো। ভারত ও পাকিস্তানের এই দুই প্রাক্তন ক্রিকেটার এ বারের টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডর। যেখানে দুই দেশের প্রাক্তন ক্রিকেটার ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ নিয়ে আলোচনা করছিলেন।

India vs Pakistan: যুবির শুভেচ্ছাবার্তাই কাল হল পাকিস্তানের! মন খারাপ করে আফ্রিদি বললেন...
India vs Pakistan: যুবির শুভেচ্ছাবার্তাই কাল হল পাকিস্তানের! মন খারাপ করে আফ্রিদি বললেন...
Image Credit source: X

Follow Us

কলকাতা: হই হই করে টি-২০ বিশ্বকাপ চলছে। এ বারের কুড়ি-বিশের বিশ্বকাপে পাকিস্তান হেরেছে রোহিত শর্মার ভারতের কাছে। বাবরের গ্রিন আর্মি টিম ইন্ডিয়ার কাছে হারার পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা তাঁদের দেশের ক্রিকেটারদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন। এরই মাঝে নেটদুনিয়ায় ভাইরাল যুবরাজ সিং ও শাহিদ আফ্রিদির এক ভিডিয়ো। ভারত ও পাকিস্তানের এই দুই প্রাক্তন ক্রিকেটার এ বারের টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) অ্যাম্বাসাডর। যেখানে দুই দেশের প্রাক্তন ক্রিকেটার ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ নিয়ে আলোচনা করছিলেন।

ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিলেন শাহিদ আফ্রিদি। সেখানে এসে যুবরাজ সিং তাঁকে বলেন, ‘লালা, তুমি দুঃখিত কেন? কী হয়েছে?’ যুবির এই প্রশ্নের উত্তরে শাহিদ আফ্রিদি বলেন, “আমার দুঃখ পাওয়ার যথেষ্ট কারণ কি নেই? এটা কি তেমন ম্যাচ (ভারত-পাকিস্তান) ছিল যেটা হেরে যাওয়ার মতো? যখন আমাদের আর ৪০ রান জয়ের জন্য প্রয়োজন ছিল, সেই সময় যুবরাজ এসে আমাকে বলেছিল, ‘লালা শুভেচ্ছা! আমি চলে যাচ্ছি। বাকি ম্যাচটা দেখব না।’ আমি তখন যুবিকে বলেছিলাম, ‘৪০ রান অনেক এই পিচে। এত তাড়াতাড়ি শুভেচ্ছা বার্তা দিও না।'”

এরপর পাক তারকা শাহিদকে ভারতীয় প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ বলেন, ‘আমি তোমায় বলেছিলাম পাকিস্তান জিতবে, কিন্তু আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা (ভারত) ওই জায়গা থেকেও ম্যাচটা জিততে পারব। হার-জিত তো খেলারই অঙ্গ। গুরুত্বপূর্ণ হল আমাদের ভালোবাসা অটুট।’ ভিডিয়োর শেষে দেখা যায় যুবি ও আফ্রিদি একে অপরের কাঁধে হাত রেখে হাসছেন।

এক ঝলকে দেখে নিন নেটদুনিয়ায় ভাইরাল হওয়া যুবরাজ সিং ও শাহিদ আফ্রিদির সেই ভিডিয়ো—

Next Article