IPL 2021: আজ রাতে ধোনি-উইলিয়ামসন দ্বৈরথ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 30, 2021 | 9:09 AM

অন্যদিকে হায়দরাবাদের আইপিএল মরসুম কার্যত শেষ। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় কিছুটা মনোবল বাড়িয়েছে। তার আগে টানা ৫টা ম্যাচই হেরেছিলেন উইলিয়ামসনরা। ইতিমধ্যেই টিমের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে ফেলেছেন ডেভিড ওয়ার্নার। মরসুম শেষ হলেই তাঁর সঙ্গে সানরাইজার্সের সম্পর্ক ছিন্ন হচ্ছে।

IPL 2021: আজ রাতে ধোনি-উইলিয়ামসন দ্বৈরথ
চেন্নাই বনাম হায়দরাবাদ। ছবি: টুইটার

Follow Us

শারজা: প্লে অফ একরকম নিশ্চিত হয়ে গিয়েছে। তবু টেবিলের শীর্ষস্থান ধরে রাখাই লক্ষ্য চেন্নাই সুপার কিংসের (Chenai Super Kings)। কারণ, প্রথম দুইয়ে শেষ করতে চাইছেন ধোনিরা। বাকি ৪ ম্যাচে তাই কিছুটা পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটার ভাবনা সিএসকে (CSK) থিঙ্ক ট্যাঙ্কের। আজ রাতে চেন্নাইয়ের সামনে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। আইপিএল থেকে ছিটকে গিয়েছে উইলিয়ামসনের (Kane Williamson) দল। রাতের ম্যাচটা তাই একরকম নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।

কেকেআরের (KKR) বিরুদ্ধে জয়টা দলের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছে। রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) রানে ফেরা স্বস্তি দিয়েছে সিএসকে শিবিরকে। চলতি আইপিএলে দুরন্ত ছন্দে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। যোগ্য সঙ্গত দিচ্ছেন ফাফ ডুপ্লেসিও। চেন্নাই ব্যাটিং বিভাগই দলের প্রধান অস্ত্র। মরুশহরে খেলতে আসার পর টানা ৩ ম্যাচই জিতেছেন ধোনিরা। তাও মুম্বই, বেঙ্গালোর, কলকাতাকে হারিয়ে। আত্মবিশ্বাসে ভরপুর সিএসকে শিবির। নাইটদের বিরুদ্ধে ১৭২ রান তাড়া করেও জয় এসেছে। জয়ের ধারাবাহিকতা বজায় রেখেই আজ রাতের ম্যাচে নামছে ধোনিবাহিনী।

অন্যদিকে হায়দরাবাদের আইপিএল মরসুম কার্যত শেষ। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় কিছুটা মনোবল বাড়িয়েছে। তার আগে টানা ৫টা ম্যাচই হেরেছিলেন উইলিয়ামসনরা। ইতিমধ্যেই টিমের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে ফেলেছেন ডেভিড ওয়ার্নার। মরসুম শেষ হলেই তাঁর সঙ্গে সানরাইজার্সের সম্পর্ক ছিন্ন হচ্ছে। ওয়ার্নারের বদলে জেসন রয়কে গত ম্যাচে খেলায় হায়দরাবাদ। নিজের অভিষেক ম্যাচেই জ্বলে ওঠেন ইংল্যান্ডের তারকা ওপেনার। হারানোর কিছু নেই। এটাকে সঙ্গী করেই সিএসকের বিরুদ্ধে ঝাঁপাচ্ছেন উইলিয়ামসনরা।

আরও পড়ুনRR vs RCB, IPL 2021 Match 43 Result : রাজস্থানকে ৭ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

আরও পড়ুন: UEFA Champions League: রোনাল্ডোর হাত ধরে ভিয়া রিয়ালের বিরুদ্ধে খরা কাটানোর চ্যালেঞ্জ ম্যান ইউয়ের

Next Article