ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলছে। বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরার নেতৃত্বে পারথ টেস্ট জিতেই সিরিজ শুরু করেছিল ভারত। কিন্তু অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে হার। ব্রিসবেন টেস্টে ড্র করেও দুর্দান্ত জায়গায় ছিল ভারত। কিন্তু মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হার। নিউ ইয়ার টেস্ট সিডনিতে। ড্র কিংবা হারলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে পুরোপুরি বিদায়। স্বাভাবিক ভাবেই প্রবল চাপে ভারত। এরই মাঝে একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া। আর টিমের ক্যাপ্টেন ঘোষণা করা হল জসপ্রীত বুমরাকে!
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এ বছরের সেরা টেস্ট একাদশ ঘোষণা করা হয়েছে। ভারতের মাত্র দু-জন ক্রিকেটার এই টিমে জায়গা পেয়েছেন। এর মধ্যে একজন জসপ্রীত বুমরা। আর এক প্লেয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। সব মিলিয়ে ৬ দেশের ক্রিকেটার রয়েছেন বর্ষসেরা একাদশে। অস্ট্রেলিয়ার মাত্র দু-জন। জসপ্রীত বুমরা এবং যশস্বীর একাদশে থাকা অপ্রত্যাশিত নয়। এ বছর ধারাবাহিক পারফর্ম করেছেন যশস্বী। চলতি অস্ট্রেলিয়া সিরিজেও একটি সেঞ্চুরি করেছেন। ভাগ্য সহায় থাকলে আরও দুটো সেঞ্চুরি থাকত তাঁর নামে। মেলবোর্নের প্রথম ইনিংসে ৮২ এবং দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেন যশস্বী।
তিন ফরম্যাটেই এ বছর অনবদ্য ফর্মে জসপ্রীত বুমরা। টেস্টে যেন আলাদাই মেজাজে। বর্ডার-গাভাসকর ট্রফিতেও এর অন্যথা হচ্ছে না। দু-দলের মধ্যে বোলিংয়ে সবচেয়ে ধারাবাহিক এবং সফল বুমরাই। মেলবোর্নেই টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলকও পেরিয়ে গিয়েছেন বুমরা। দেখে নেওয়া যাক, অস্ট্রেলিয়ার এই বর্ষসেরা একাদশে আর কারা রয়েছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বেছে নেওয়া ২০২৪-র সেরা টেস্ট টিম- যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, জো রুট, রাচিন রবীন্দ্র, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, অ্যালেক্স ক্য়ারি (কিপার), ম্যাট হেনরি, জসপ্রীত বুমরা (ক্যাপ্টেন), জশ হ্যাজলউড, কেশব মহারাজ।