ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য মন ভালো করা একটা ভিডিয়ো ভাইরাল। ক্রমশ ফিট হওয়ার পথে তিনি। অন্তত নাচে, গানে যেন সেই ইঙ্গিতই দিচ্ছেন বিনোদ কাম্বলি। সবটাই সম্ভব হচ্ছে, তাঁর ইচ্ছে, তাগিদ এবং বন্ধুদের জন্য। বিশেষ করে বলতে হয় সচিন তেন্ডুলকর এবং তাঁর বেশ কিছু সিনিয়র ক্রিকেটারদের কথা। বিনোদ কাম্বলি যে পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, তাঁর জন্য চিন্তায় ছিল পুরো দেশ। সকল ক্রিকেট প্রেমীদের মুখেই হাসি ফোটাচ্ছে এই ভাইরাল ভিডিয়ো।
গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর বিনোদ কাম্বলিকে হাসপাতালে ভর্তি করা হয়। ইউরিন ইনফেকশন হয়েছিল তাঁর। শুধু তাই নয়, পেশীতে টান ধরা, মস্তিস্কে রক্ত জমাট বাধা এমন গুরুতর সমস্যা ছিল। চিকিৎসার পর হাসপাতালের তরফে জানানো হয়েছিল, বিপদ কেটেছে তাঁর। পুরোপুরি ফিট হয়ে উঠতে অবশ্য সময় লাগবে বিনোদ কাম্বলির।
দেশের এই প্রাক্তন ক্রিকেটার একটা সময় দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁকেও দেশের ভবিষ্যৎ তারকা মনে করা হত। যদিও খেই হারিয়েছিলেন বিনোদ কাম্বলি। ক্রিকেট থেকে ক্রমশ হারিয়ে যান। মদ্যপান এবং শৃঙ্খলাহীন জীবনে আসক্ত হয়ে পড়েন। দু-বার হার্ট অ্যাটাকও হয়েছিল। সে সময় ছেলেবেলার বন্ধু সচিন সহযোগিতায় এগিয়ে এসেছিলেন। তাঁর দৈনন্দিন জীবন অবশ্য ভালো কাটছিল না। বোর্ডের ৩০ হাজার টাকার পেনশনে দিন গুজরানেও সমস্যা হয়েছিল। তাঁকে সুস্থ করার জন্য এগিয়ে এসেছেন সতীর্থ এবং প্রাক্তনরা। তিনি নিজেও রিহ্যাবে রাজী হয়েছিলেন অবশেষে।
এরই মাঝে বিনোদ কাম্বলির ভিডিয়ো সকলের মুখে হাসি ফোটানোরই কথা। মন জয় করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের কর্মীরা তাঁকে উৎসাহ দিচ্ছেন। মানসিক ভাবেও অনেকটা তরতাজা দেখাচ্ছে কাম্বলিকে।
Former India cricketer Vinod Kambli, currently recovering at a private hospital in Thane district, was seen in a video performing an energetic dance at the medical facility, a moment that left not only the staff but also social media buzzing.#indian #cricketer #VinodKambli pic.twitter.com/l7REpSzi70
— Salar News (@EnglishSalar) December 30, 2024