Cricket Anecdotes In Depth: শূন্যতে আউট হলে ‘গোল্ডেন ডাক’ শুনতে অভ্যস্ত, আর কী কী হয়?
Types Of Ducks In Cricket: উদাহরণ হিসেবে বলা যায়, ২০০১ সালে ইডেন গার্ডেন্স এমনই ইতিহাসের সাক্ষী থেকেছিল। ফলো অন খেয়েও সেই টেস্ট জিতেছিল ভারত। রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের সেই মহাকাব্যিক জুটি। সেই ম্যাচেই চূড়ান্ত লজ্জার মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলিয়ার কিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।

জসপ্রীত বুমরা হোক বা মিচেল স্টার্ক। নিখুঁত ইয়র্কারে উইকেট ছিটকে দেওয়ার যে দৃশ্য…। সকলের কাছে তা দৃষ্টিনন্দন নাই হতে পারে। ফিল্ডিং টিমের কাছে অবশ্যই দুর্দান্ত মুহূর্ত। যে মুহূর্ত বারবার ফেরানোরই লক্ষ্য থাকে বোলারদের। আর ব্যাটারদের নজর বল গ্যালারিতে ওড়ানোয়। আর এই লড়াই ক্রিকেটের গ্ল্যামার বাঁচিয়ে রাখে। কখনও ব্যাটার জেতে, আবার উল্টোটাও হয়। ধারাভাষ্যকারদের মুখে গোল্ডেন ডাক শুনতে আমরা অভ্যস্ত। শূন্যতে আউট হলে শুধু ‘ডাক’-ও অনেক ক্ষেত্রেই শোনা যায়। ‘ডাক’-এ সাড়া দিতে কোন ব্যাটারই বা চান! কিন্তু অনেক ক্ষেত্রে ভাগ্য-সময় সঙ্গ দেয় না। আচ্ছা ক্রিকেটে কি শুধুই গোল্ডেন ডাক? নাকি আরও কিছু! চলুন খোঁজ নেওয়া যাক, ক্রিকেটে আর কী কী আছে ‘ডাক’! ব্যাটাররা যেন...
