MS Dhoni: মহেন্দ্র সিং ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন CSK সিইও
CSK, IPL: আইপিএলের ১৭তম সংস্করণে চেন্নাই সুপার কিংসের সফর কয়েকদিন আগে শেষ হয়েছে। এ বারের প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি সিএসকে। তারপর থেকেই ধোনি ভক্তদের মুখে মুখে একটাই প্রশ্ন, তিনি কি শেষ আইপিএল খেলে নিলেন?
কলকাতা: মহেন্দ্র সিং ধোনি আইপিএলে (IPL) খেলা চালিয়ে যাক। মনে প্রাণে তাঁর ভক্তরা এমনটাই চান। মাহি নিজে কী চান? তাঁর অনুরাগীদের মন আনচান করছে সেই উত্তর জানার জন্য। আইপিএলের ১৭তম সংস্করণে চেন্নাই সুপার কিংসের সফর কয়েকদিন আগে শেষ হয়েছে। এ বারের প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি সিএসকে। তারপর থেকেই ধোনি ভক্তদের মুখে মুখে একটাই প্রশ্ন, তিনি কি শেষ আইপিএল খেলে নিলেন? ২০২৫ এর আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) কি আর হলুদ জার্সিতে দেখা যাবে না? এ বার ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের (CSK) সিইও কাশী বিশ্বনাথন।
সম্প্রতি চেন্নাই সুপার কিংস এক ভিডিয়ো শেয়ার করেছে। সেখানে ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে কাশী বিশ্বনাথনকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘আমি জানি না। এই প্রশ্নের উত্তর একমাত্র এমএস ধোনি দিতে পারবে। আমরা বরাবর এমএসের সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। তাই আমরা এমএসের ওপরে সবকিছু ছেড়ে দিয়েছি। ধোনি এর আগেও ওর সিদ্ধান্ত সঠিক সময়ে জানিয়েছে।’
Kasi Sir brings you the answers and post season reflections! 🗣️📹 Full Video OUT NOW! https://t.co/VixGtkXfuD #WhistlePodu #Yellove pic.twitter.com/7I03PYOLcz
— Chennai Super Kings (@ChennaiIPL) May 23, 2024
আগামী বছরও ধোনিকে হলুদ জার্সিতে দেখা যাবে আশা করছেন সিএসকে সিইও। চেন্নাই সুপার কিংসের ইউটিউবে কাশী বিশ্বনাথন বলেন, ‘আমরা আশা করি ও যখন সিদ্ধান্ত নেবে তখন আমরা ঠিক জানতে পারব। তবে আমরা আশাবাদী যে আগামী বছর সিএসকের হয়ে ও খেলবে। এটাই ভক্তদের এবং আমার প্রত্যাশা।’
ধোনির ভবিষ্যৎ নিয়ে বলার পাশাপাশি কাশী বিশ্বনাথন জানান, চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিংকে তিনি প্রশ্ন করেছিলেন তিনি টিম ইন্ডিয়ার হেড কোচের পদে আবেদন করেছেন কিনা। এ বিষয়ে কাশী বলেন, ‘আসলে আমি ভারতীয় সাংবাদিকদের কাছ থেকে অনেক ফোন পেয়েছি। তাঁরা জিজ্ঞসা করছিল স্টিফেন ফ্লেমিং ভারতীয় টিমে চাকরি করতে আগ্রহী কিনা। এ বিষয়ে ফ্লেমিংকে জিজ্ঞাসা করেছিলাম।’ কাশীর প্রশ্নে ফ্লেমিং বলেন, ‘তুমি কি আমাকে ভারতের কোচের পদে চাও?’ সিএসকে সিইওর মতে ফ্লেমিং এই দায়িত্ব নেবেন না। কারণ, তিনি নিজেকে বছরের ৯-১০ মাস পুরোপুরি একটা টিমের সঙ্গে জড়িয়ে রাখতে চাইবেন না।