IPL 2025, GT vs MI: চেন্নাই ম্যাচ অতীত, বিগ্নেশকে বার্তা দিলেন কোচ জয়বর্ধনে!

Mar 28, 2025 | 8:45 PM

IPL 2025, GT vs MI: বিগ্নেশের মতো নতুন তারকার উত্থান এর আগেও দেখেছে আইপিএল। আবার হারিয়েও যেতে দেখেছে। বিগ্নেশকে তাই কেরিয়ারের শুরুতেই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে রাখলেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে।

IPL 2025, GT vs MI: চেন্নাই ম্যাচ অতীত, বিগ্নেশকে বার্তা দিলেন কোচ জয়বর্ধনে!
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: বিস্ময়বালক! বিগ্নেশ পুথুরের বোলিংয়ে মেতেছে আইপিএলের দুনিয়া। গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে দারুণ বোলিং করেছিলেন এই উঠতি চায়নাম্যান বোলার। ৩২ রান দিয়ে নিয়েছিলেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। সিএসকে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে এবং দীপক হুডারা ছিলেন তাঁর শিকার। তারপর থেকেই ২৪ বছরের এই স্পিনারকে নিয়ে পড়ে গিয়েছে হইচই। বিগ্নেশের বোলিং ভালো লেগেছিল মহেন্দ্র সিং ধোনিরও। তাঁকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, ‘কত বয়স তোমার?’ বিগ্নেশের মতো নতুন তারকার উত্থান এর আগেও দেখেছে আইপিএল। আবার হারিয়েও যেতে দেখেছে। বিগ্নেশকে তাই কেরিয়ারের শুরুতেই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে রাখলেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে।

ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা বিগ্নেশ পুথুরের তাৎক্ষণিক সাফল্যে খুশি হলেও মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ বলেছেন যে, বাঁ-হাতি চায়নাম্যান বোলারের পা মাটিতে রাখা উচিত। হঠাৎ সাফল্যে যেন মাথা ঘুরে না যায়। শনিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে পরবর্তী আইপিএল ম্যাচ। সেখান থেকেই “আবার শুরু করা উচিত বিগ্নেশের”, এমনই মন্তব্য শ্রীলঙ্কার কিবদন্তি ক্রিকেটারের।

বিগ্নেশ পুথুর সম্পর্কে জয়বর্ধনে বলেন, “বিগ্নেশ একজন উঠিতি বোলার। ওই ম্যাচে আমরা ওকে সুযোগ দিয়েছিলাম। বড় একটা ম্যাচে নেমে ও কিন্তু নিজেকে প্রমাণ করছে। চমৎকার বোলিং করেছে। চেন্নাই যাওয়ার পর আমরা উইকেটও দেখেছিলাম। চিপকের বাইশ গজ দেখার পর মনে হয়েছিল এটা ওর জন্য উপযুক্ত ম্যাচ। আমি খুব ভালো করে জানি বিগ্নেশকে এখন অনেক কিছু বলা হয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, এটা ক্রিকেট খেলা। পরিস্থিতি যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে। ভালো দিন, খারাপ দিন সবই আসতে পারে। এর জন্য প্রস্তুত করছি ওকে। এটাই শেখার প্রক্রিয়া। ওকে আবার প্রথম বল থেকে শুরু করতে হবে। এটা কিন্তু বিগ্নেশ বুঝতে পেরেছে।”

Next Article