Ranji Trophy 2024: রঞ্জি ট্রফিতে খেলবেন বিরাট কোহলি! স্কোয়াডে ঋষভ পন্থও

Sep 25, 2024 | 3:23 PM

১১ অক্টোবর থেকে শুরু হবে রঞ্জি ট্রফি। ভারতের এই অতি জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্টে এ বার বিরাট কোহলিকে (Virat Kohli) খেলতে দেখা যেতে পারে। দিল্লি ক্রিকেটের পক্ষ থেকে প্রাথমিক স্কোয়াডে বিরাটকে রাখা হয়েছে।

Ranji Trophy 2024: রঞ্জি ট্রফিতে খেলবেন বিরাট কোহলি! স্কোয়াডে ঋষভ পন্থও
রঞ্জি ট্রফিতে খেলবেন বিরাট কোহলি! স্কোয়াডে ঋষভ পন্থও
Image Credit source: Grant Pitcher/Gallo Images/Getty Images

Follow Us

কলকাতা: ভারতের অত্যন্ত জনপ্রিয় দুই টুর্নামেন্ট দলীপ ট্রফি ও রঞ্জি ট্রফি (Ranji Trophy)। এ বছরের দলীপ ট্রফি শেষ হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে ভারতীয় টিম চেন্নাই টেস্ট খেলার সময় চলছিল ঐতিহ্যবাহী দলীপ। এ বার রঞ্জি ট্রফির পালা। ১১ অক্টোবর থেকে শুরু হবে রঞ্জি ট্রফি। ভারতের এই অতি জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্টে এ বার বিরাট কোহলিকে (Virat Kohli) খেলতে দেখা যেতে পারে। দিল্লি ক্রিকেটের পক্ষ থেকে প্রাথমিক স্কোয়াডে বিরাটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, রয়েছেন ঋষভ পন্থও (Rishabh Pant)।

টিম ইন্ডিয়ার যখন লাল বলের ক্রিকেট থাকবে না, সেই বিরতিতে এ বার রঞ্জিতে নামতে দেখা যেতে পারে বিরাট-ঋষভদের। অক্টোবরের ১৬ তারিখ থেকে দেশের মাটিতে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ শুরু হবে। ফলে রঞ্জির শুরু থেকে বিরাট-ঋষভরা দিল্লির হয়ে খেলবেন কিনা, তা নিশ্চিত বলা যাচ্ছে না। তাই দিল্লি ক্রিকেট সংস্থা ৮৪ জন ক্রিকেটারের যে প্রাথমিক তালিকা তৈরি করেছে, তাতে বিরাটের নাম দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, আদৌ কোহলি কি নামবেন রঞ্জিতে?

২০১২ সালে শেষ বার রঞ্জি ট্রফিতে খেলেছিলেন বিরাট কোহলি। সে বার কোহলির দলের সামনে প্রতিপক্ষ ছিল উত্তরপ্রদেশ। ১৪৬টি প্রথম শ্রেণির ম্যাচে বিরাট ১১,১২০ রান করেছেন। এ বার দেখার আসন্ন রঞ্জিতে বিরাট নামেন কিনা। হতেই পারে তিনি অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে রঞ্জিতে খেলতে পারেন। কারণ কিউয়িদের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ শেষ হওয়ার কথা ৫ নভেম্বর। ভারতের মাটিতে নিউজিল্যান্ড ক্রিকেট টিম ৩টি টেস্ট ম্যাচ খেলবে। তারপর অজি সফরে যাওয়ার আগে রঞ্জিতে বিরাটকে খেলতে দেখা যেতেই পারে। কোহলির মতো পন্থকেও জাতীয় দলের ডিউটি না থাকাকালীন রঞ্জি ট্রফিতে নামতে দেখা যেতে পারে।

এই খবরটিও পড়ুন

দিল্লি ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যে ক্রিকেটারদের রঞ্জি ট্রফির জন্য প্রাথমিক তালিকাতে রাখা হয়েছে, তাঁদের ২৬ সেপ্টেম্বর, একটি ফিটনেস টেস্ট দিতে হবে। সেটি অরুণ জেটলি স্টেডিয়ামে হবে। ওই তালিকায় থাকা যে ক্রিকেটাররা জাতীয় দলে রয়েছেন, তাঁদের ফিটনেস টেস্ট দিতে হবে না।

Next Article