Virat Kohli: কিং কোহলির ৫ ওডিআই রেকর্ড, যা ভাঙা আজও দুষ্কর…

Nov 05, 2024 | 10:30 AM

Virat Kohli Birthday Special: টেস্টে ৯০৪০ রানের মালিক আন্তর্জাতিক কেরিয়ারে ২৯৫ টি ওডিআই ম্যাচ খেলেছেন। কিং কোহলি একাধিক রেকর্ডের মালিক। তাঁর জন্মদিনে রইল এমন ৫ ওডিআই রেকর্ড, যা কার্যত ভাঙা অসম্ভব।

Virat Kohli: কিং কোহলির ৫ ওডিআই রেকর্ড, যা ভাঙা আজও দুষ্কর...
কিং কোহলির ৫ ওডিআই রেকর্ড, যা ভাঙা আজও দুষ্কর...
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: দেখতে দেখতে জীবনের ৩৫টা বসন্ত কাটিয়ে ফেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ক্যালেন্ডার বলছে আজ, ৫ নভেম্বর। ভারতীয় ক্রিকেটের কিং কোহলির ৩৬তম জন্মদিন। সম্প্রতি বিরাটের ব্যাটে উজ্জ্বল ইনিংস দেখা যাচ্ছে না। কিন্তু তিনি শীঘ্রই রানে ফিরবেন আশাবাদী ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। বিরাট নিজেও ছন্দে ফেরার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। কয়েকদিন পর অস্ট্রেলিয়া সফরে যাবেন বিরাট। হোম টেস্ট সিরিজে যেহেতু ভালো পারফর্ম করতে পারেননি কোহলি, তাই অজি সফরে বাড়তি নজর থাকবে তাঁর উপর। টেস্টে ৯০৪০ রানের মালিক আন্তর্জাতিক কেরিয়ারে ২৯৫ টি ওডিআই ম্যাচ খেলেছেন। কিং কোহলি একাধিক রেকর্ডের মালিক। তাঁর জন্মদিনে রইল এমন ৫ ওডিআই রেকর্ড, যা কার্যত ভাঙা অসম্ভব।

এক ঝলকে দেখে নিন বিরাট কোহলির তেমনই ৫টি ওডিআই রেকর্ড, যা ভাঙা কঠিন—

  1. বিরাট কোহলি তাঁর ক্রিকেট কেরিয়ারে ৫০টি ওডিআই সেঞ্চুরি করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবসর নিয়েছেন বিশ্বজয় করে। তারপর জানিয়েছিলেন দেশের হয়ে ওয়ান ডে ও টেস্টে খেলা চালিয়ে যাবেন। তাই ওয়ান ডে-তে এই সেঞ্চুরির সংখ্যাটা যে আরও বাড়তেই পারে তা বলা যায়। আর এই রেকর্ড ভাঙা কার্যত অসম্ভব।
  2. এক ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ডও কিং কোহলির দখলে। দেশের মাটিতে গত একদিনের বিশ্বকাপেই এই রেকর্ড গড়েছেন। বিশ্বকাপের এক সংস্করণে সবচেয়ে বেশি রান এতদিন ছিল সচিন তেন্ডুলকরের (৬৭৩ রান)। গত বিশ্বকাপে কোহলি করেন ৭৬৫ রান।
  3. কিং কোহলির পাশাপাশি চেজমাস্টার নামে ডাকা হয় বিরাট কোহলিকে। এই নামের প্রতি তিনি যথাযথ সুবিচার করে চলেছেন। ওডিআইতে রান তাড়ার দিক থেকে ২৭টি সেঞ্চুরি রয়েছে কোহলি। তাঁর এই রেকর্ড কার্যত ভাঙা অসম্ভব।
  4. সবচেয়ে বেশি ওডিআই সিরিজ সেরার রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। ভারতীয় ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর ২০টি প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার জিতেছিলেন। আর কোহলির ঝুলিতে রয়েছে ২১টি প্লেয়ার অব দ্য সিরিজ। যেহেতু এখনও ওডিআইতে খেলা চালিয়ে যাচ্ছেন বিরাট, তাই এই সংখ্যাটা আরও বাড়তে পারে।
  5. একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৮ হাজার, ৯ হাজার, ১০ হাজার, ১১ হাজার ও ১৩ হাজার রান করা ক্রিকেটার বিরাট কোহলি। ২৯৫টি ওডিআই ম্যাচে কোহলি এখনও অবধি করেছেন ১৩৯০৬ রান। যেখানে রয়েছে ৫০টি শতরান ও ৭২টি অর্ধশতরান।

 

Next Article
MS Dhoni: ধোনিকে কী ভাবে ব্যবহার করবে সিএসকে? রিকি পন্টিং যা মনে করছেন…
Virat-Anushka Love Story: প্রথম দেখাতেই অনুষ্কার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন বিরাট, রইল বিরুষ্কার লাভস্টোরি