কলকাতা: কিং কোহলি এ বারের বিশ্বকাপে একটাও রাজকীয় ইনিংস উপহার দিতে পারেননি। ফাইনালের জন্যই কি তা তোলা রয়েছে? রোহিত শর্মা সেমিফাইনালের পর সে কথাই বলেছিলেন। বিরাট কোহলি (Virat Kohli) সত্যিই এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ভালো পারফর্ম করতে পারেননি। বিশ্বকাপের আগে আইপিএলে তিনি অনবদ্য ছন্দে ছিলেন। ওপেনিংয়ে দুর্দান্ত সফল হয়েছিলেন। যে কারণে সকলে তাঁকে বিশ্বকাপে ওপেন করানোর দাবি তুলেছিলেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টও সেই পথেই হেঁটেছিল। কিন্তু ওপেন করে বিরাট সফল হতে পারলেন না। অনেকেই যে কারণে এখনও বলাবলি করছেন, ফাইনালে বিরাটকে তিনে নামাও এবং তাঁর ধুমধাড়াকা ব্যাটিং উপভোগ করো। শেষ ওডিআই বিশ্বকাপে প্রোটিয়াদের বিরুদ্ধে কোহলি ইডেনে সেঞ্চুরি করেছিলেন। কে বলতে পারে এই টি-২০ বিশ্বকাপের ফাইনালে সেই প্রোটিয়া প্রতিপক্ষ সামনে পেয়ে বিরাট আরও একটা সেঞ্চুরি হাঁকাতেই পারেন।
কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে… বিরাট কোহলিও কি সেই শেষ রাতের জন্যই নিজেকে তুলে রেখেছেন? অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। তারপরই মিলবে এই প্রশ্নের উত্তর। ২০২৩ সালের ৫ নভেম্বরে ফিরে গেলে দেখা যাবে, সে দিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন কোহলি। আর ওপেনিংয়ে নয়, তিনে নেমে সেই সেঞ্চুরি এসেছিল বিরাটের ব্যাটে।
ইডেন গার্ডেন্সে গত বছরের ওডিআই বিশ্বকাপের সেই ম্যাচে ভারত জিতেছিল। ১০১ রানের অপরাজিত ইনিংসের ফলে বিরাট পেয়েছিলেন ম্যাচের সেরার পুরস্কার। তারপর কেটে গিয়েছে প্রায় ৫,৬৫০ ঘণ্টা, দিন ধরলে ২৩৬দিনের মতো। বার্বাডোজে ফাইনালে বিরাট ওপেন না করে যদি তিনে নামেন, তা হলে এমনটা হতেই পারে সেঞ্চুরিও আসবে প্রোটিয়াদের বিরুদ্ধে। আর যদি ব্যাটিং অর্ডারে বিশ্বকাপ ফাইনালে বদল না হয়, তা হলেও সমস্যা নেই। বিরাটের রানে ফেরাটাই তাঁর অনুরাগীদের চাওয়া। এবং তিনি নিজেও সেটাই চান।