কলকাতা: যে কোনও ক্রীড়াবিদ যখনই অবসর নেন, তাঁর অনুরাগীদের কাছে তা হয় ভীষণ যন্ত্রণার। শনিবার, ২৪ অগস্ট আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তারপর থেকে তাঁর সতীর্থরা বারে বারে ফিরেছেন অতীতে। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারাও (Rohit Sharma) ব্যতিক্রম নন। ভারতীয় ক্রিকেটের গব্বরের অবসরে বিরাট-রোহিতও আবেগী হয়ে পড়েছেন।
সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তা শেয়ার করে শিখর ধাওয়ান তাঁর অবসরের কথা ঘোষণা করেছেন। তিনি নিজের পরিবার, সতীর্থ থেকে শুরু করে তাঁর সকল কোচ ও ভক্তদের তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। শিখরের সঙ্গে দীর্ঘদিন খেলেছেন বিরাট-রোহিতরা। ইন্সটাগ্রামে শিখর ধাওয়ানের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে ভারত অধিনায়ক রোহিত শর্মা লিখেছেন, ‘রুম শেয়ার করা থেকে শুরু করে আমরা মাঠের মধ্যে আজীবন ধরে রাখার মতো নানা স্মৃতি তৈরি করেছি। তুমি অপর প্রান্ত থেকে আমার কাজ বরাবর সহজ করেছো। দ্য আল্টিমেট জাট।’
রোহিতের পাশাপাশি বিরাট কোহলিও আবেগী হয়ে পড়েছেন গব্বরের অবসরে। এক্স হ্যান্ডেলে বিরাট কোহলি লেখেন, ‘শিখর তোমার ভয়ডরহীন অভিষেক থেকে শুরু করে ভারতের নির্ভরযোগ্য ওপেনার হওয়া অবধি তুমি আমাদের অনেক স্মৃতি দিয়েছ। খেলার প্রতি তোমার প্যাশন, তোমার স্পোর্টসম্যানশিপ এবং তোমার ট্রেডমার্ক হাসিটা মিস করব। কিন্তু তোমার প্রভাব থেকে যাবে। এতগুলো স্মৃতি উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। মাঠের বাইরে তোমার পরবর্তী ইনিংসের জন্য শুভেচ্ছা গব্বর।’
Shikhar @SDhawan25 from your fearless debut to becoming one of India’s most dependable openers, you’ve given us countless memories to cherish. Your passion for the game, your sportsmanship and your trademark smile will be missed, but your legacy lives on. Thank you for the…
— Virat Kohli (@imVkohli) August 25, 2024