Virat Kohli: বিরাট ৫০০*, এই মাইলফলক পেরিয়েছেন আর যাঁরা

500 International Match: ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলছেন বিরাট কোহলি। ভারতীয় দলের বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়ও ৫০০-র বেশি ম্যাচ খেলেছেন দেশের জার্সিতে।

Virat Kohli: বিরাট ৫০০*, এই মাইলফলক পেরিয়েছেন আর যাঁরা
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 21, 2023 | 7:30 AM

আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ তম ম্যাচ খেলছেন বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটে বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার। দেশের হয়ে ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতেন। তাঁর নেতৃত্বেই বিশ্বজয় ভারতের। পরবর্তীতে সিনিয়র দলের হয়ে ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ খেতাব। ক্রমশ তিন ফরম্যাটেই ভারতের অন্যতম ভরসা হয়ে উঠেছেন বিরাট কোহলি। মাইলফলকের ম্যাচের মাঝেই দেখে নেওয়া যাক, ভারতের এবং বিশ্বের আর কারা আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ কিংবা তার বেশি ম্যাচ খেলেছেন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলছেন বিরাট কোহলি। ভারতীয় দলের বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড় ৫০০-র বেশি ম্যাচ খেলেছেন দেশের জার্সিতে। বর্ণময় কেরিয়ারে ৫০৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রাহুল দ্রাবিড়। তালিকায় শীর্ষে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। টেস্টে সর্বাধিক ২০০ ম্যাচের নজির সচিনেরই। সব মিলিয়ে ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সচিন তেন্ডুলকর। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি খেলেছেন ৫৩৮টি আন্তর্জাতিক ম্যাচ।

বিশ্ব ক্রিকেটের আরও যাঁরা ৫০০- বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তাঁরা হলেন-মহেলা জয়বর্ধনে, কুমার সঙ্গাকারা, সনৎ জয়সূর্য, রিকি পন্টিং, শাহিদ আফ্রিদি, জ্যাক কালিস। বিশ্বের দশম ক্রিকেটার হিসেবে ৫০০-র মাইলফলকে বিরাট। সবচেয়ে বেশি ম্যাচ খেলার দিক থেকে শীর্ষে সচিন তেন্ডুলকর (৬৬৪), এরপরই রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মহেলা জয়বর্ধনে (৬৫২)। এরপর যাঁরা রয়েছেন সঙ্গাকারা (৫৯৪), সনৎ জয়সূর্য (৫৮৬), রিকি পন্টিং (৫৬০), মহেন্দ্র সিং ধোনি (৫৩৮), শাহিদ আফ্রিদি (৫২৪), জ্যাক কালিস (৫১৯), রাহুল দ্রাবিড় (৫০৯) এবং বিরাট কোহলি (৫০০)।