কলকাতা: ভারতীয় ক্রিকেটের কিং কোহলি ফিটনেসের অন্যতম উদাহরণ। তাঁকে দেখে তরুণ প্রজন্মও অনুপ্রাণিত হয়। সেই বিরাট কোহলি (Virat Kohli) কবে শেষ চোট পেয়েছেন? কবে শেষ বার তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দেখা গিয়েছে? সহজে এর উত্তর খুঁজে পাওয়া যাবে না। বিরাট নিজের ফিটনেসের সঙ্গে কোনও আপোশ করেন না। এ বার সেই তিনিই কিনা পেয়েছেন ঘাড়ে চোট। শুধু তাই নয়, ব্যথা কমানোর জন্য তাঁকে ইঞ্জেকশনও নিতে হয়েছে। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন তিনি কি আদৌ রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) খেলবেন?
রঞ্জি ট্রফিতে ২৩ জানুয়ারি দিল্লি ও সৌরাষ্ট্রর ম্যাচ। এক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, বিরাটের সঙ্গে যোগাযোগ রেখেছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওই সূত্র বলেন, ‘বিরাট কোহলির ঘাড়ে চোট লেগেছে। এর ফলে তাঁকে ইঞ্জেকশনও নিতে হয়েছে। হয়তো রঞ্জি ট্রফির বাকি দুটো ম্যাচের প্রথমটিতে হয়তো তাঁকে পাওয়া যাবে না। ডিডিসিএ নির্বাচকরা আপডেট পেলে পুরো বিষয়টা পরিষ্কার হবে।’
🚨 VIRAT KOHLI GEARING UP. 🚨
– Kohli had a neck sprain, and took an injection. However it is possible he’ll train with the Delhi Ranji squad in Rajkot on 21st-22nd Jan. (Sahil Malhotra/TOI). pic.twitter.com/z31ANejUmG
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 17, 2025
ক্রিকেট মহলে এও শোনা যাচ্ছে যে বিরাট কোহলি দিল্লি টিমের সঙ্গে রাজকোটে অনুশীলনে যোগ দেবেন। তবে ম্যাচ খেলবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে দিল্লি টিমের হয়ে আসন্ন রঞ্জি ট্রফিতে ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে দেখা যাবে। তিনি দিল্লি টিমকে নেতৃত্ব দেবেন। উল্লেখ্য, আজ শুক্রবার দিল্লি ক্রিকেট সংস্থার পক্ষ থেকে টিম ঘোষণা হওয়ার কথা।