Virat Kohli: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে চলে বিরাট রাজার রাজ, পরিসংখ্যান বলছে…
T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হলেন বিরাট কোহলি। এ বারের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাট চলেনি। মাত্র ১ রান করে মাঠ ছাড়েন তিনি। এ বার দেখার রবি-রাতে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাটে আগুন জ্বলে কিনা।
কলকাতা: বিশ্বকাপে বিরাট রাজার নতুন অধ্যায়ের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা। প্রতিপক্ষ যখন হয় পাকিস্তান, তখন বিরাট কোহলির ব্যাট যেন থামতেই চায় না। ২০১২ সাল থেকে যদি শেষ ৫টি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) দেখা হয়, তা হলে নজরে পড়বে বিরাট কোহলিই (Virat Kohli) হলেন সেই ক্রিকেটার, যিনি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে তিনি পাকিস্তানের বিরুদ্ধে মোট ৩০৮ রান করেছেন। এক ঝলকে দেখে নিন পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির কিছু রেকর্ড।
Top Scorer for India against Pakistan since 2012 in T20I World Cup:
2012 T20I WC – Virat Kohli. 2014 T20I WC – Virat Kohli. 2016 T20I WC – Virat Kohli. 2021 T20I WC – Virat Kohli. 2022 T20I WC – Virat Kohli. pic.twitter.com/DbfkVoB0NC
— Johns. (@CricCrazyJohns) June 9, 2024
গ্রিন আর্মির বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলির রেকর্ডনামা—
- বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মোট ৩০৮ রান করেছেন। যা এই টুর্নামেন্টে এক প্রতিপক্ষর বিরুদ্ধে কোনও ক্রিকেটারের করা সর্বাধিক রান।
- টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ৪টি হাফসেঞ্চুরি করেছেন।
- টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ৩০টি চার মেরেছেন।
- পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তিন বার প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন।
- কুড়ি-বিশের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির সর্বাধিক রান ৮২*।
- টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি ম্যাচে বিরাট কোহলি ১৩২.৭৫ স্ট্রাইকরেটে ৩০৮ রান করেছেন।
Virat Kohli is a different gravy altogether against Pakistan in the #T20WorldCup. 🥵🌶️#PlayBold #TeamIndia #INDvPAK pic.twitter.com/TY6F4z35BA
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 9, 2024