Virat Kohli: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে চলে বিরাট রাজার রাজ, পরিসংখ্যান বলছে…

T20 World Cup 2024: টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হলেন বিরাট কোহলি। এ বারের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাট চলেনি। মাত্র ১ রান করে মাঠ ছাড়েন তিনি। এ বার দেখার রবি-রাতে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ব্যাটে আগুন জ্বলে কিনা।

Virat Kohli: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে চলে বিরাট রাজার রাজ, পরিসংখ্যান বলছে...
Virat Kohli: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে চলে বিরাট রাজার রাজ, পরিসংখ্যান বলছে...Image Credit source: X
Follow Us:
| Updated on: Jun 09, 2024 | 11:47 AM

কলকাতা: বিশ্বকাপে বিরাট রাজার নতুন অধ্যায়ের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা। প্রতিপক্ষ যখন হয় পাকিস্তান, তখন বিরাট কোহলির ব্যাট যেন থামতেই চায় না। ২০১২ সাল থেকে যদি শেষ ৫টি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) দেখা হয়, তা হলে নজরে পড়বে বিরাট কোহলিই (Virat Kohli) হলেন সেই ক্রিকেটার, যিনি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে তিনি পাকিস্তানের বিরুদ্ধে মোট ৩০৮ রান করেছেন। এক ঝলকে দেখে নিন পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির কিছু রেকর্ড।

গ্রিন আর্মির বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলির রেকর্ডনামা—

  • বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মোট ৩০৮ রান করেছেন। যা এই টুর্নামেন্টে এক প্রতিপক্ষর বিরুদ্ধে কোনও ক্রিকেটারের করা সর্বাধিক রান।
  • টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ৪টি হাফসেঞ্চুরি করেছেন।
  • টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ৩০টি চার মেরেছেন।
  • পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে তিন বার প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন।
  • কুড়ি-বিশের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির সর্বাধিক রান ৮২*।
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি ম্যাচে বিরাট কোহলি ১৩২.৭৫ স্ট্রাইকরেটে ৩০৮ রান করেছেন।