Washington Sundar: করোনা আক্রান্ত ওয়াশিংটন সুন্দর, প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে অনিশ্চিত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 11, 2022 | 6:21 PM

করোনা (COVID 19) আক্রান্ত ভারতীয় অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। যার জেরে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে তাঁর উপস্থিতি নিয়ে তৈরি হল অনিশ্চয়তা।

Washington Sundar: করোনা আক্রান্ত ওয়াশিংটন সুন্দর, প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে অনিশ্চিত
Washington Sundar: করোনা আক্রান্ত ওয়াশিংটন সুন্দর, প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে অনিশ্চিত (ছবি-টুইটার)

Follow Us

নয়াদিল্লি: করোনা (COVID 19) আক্রান্ত ভারতীয় অল-রাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। যার জেরে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে তাঁর উপস্থিতি নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) এক দিনের সিরিজ।

বুধবার সকালে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার কথা। সূত্রের খবর, তিনি এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন। তবে তিনি সুস্থ হয়ে উঠলেও, প্রোটিয়া সফরের অংশ হতে পারবেন কিনা সে নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়ে গেল।

২০২১ সালের মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে শেষ বার খেলেছিলেন সুন্দর। তারপর তিনি আঙুলের চোটের জন্য ১০ মাস মাঠের বাইরে কাটিয়েছিলেন। মরুশহরে হওয়া আইপিএলের দ্বিতীয় পর্বেও খেলতে পারেননি তিনি। এমনটি টি-২০ বিশ্বকাপেও খেলার সুযোগ পাননি। সম্প্রতি সুন্দর তামিলনাড়ুর হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেছিলেন। ১৬টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৪৮ রান করেছেন সুন্দর। আর সেখানেই ফের জাতীয় দলের নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়েও করোনার কারণে সেই সুযোগ হাতছাড়া হতে চলেছে সুন্দরের।

আরও পড়ুন: India vs South Africa: মাহির দেওয়া কোন বিশেষ পরামর্শ পন্থকে দিলেন কোহলি?

আরও পড়ুন: India vs South Africa: প্রোটিয়াদের বিরুদ্ধে কেপ টাউন টেস্টে বিরাট সেঞ্চুরি পাবে, আশাবাদী ভাজ্জি

আরও পড়ুন: IPL 2022: বদলে যাচ্ছে আইপিএলের স্পনসর

Next Article