Asia Cup 2022: ভারতীয়দের আচরণে মুগ্ধ, ম্যাচে ওসব মনে রাখব না: বাবর

তারকা খেলোয়াড়দের অনুপস্থিতিতে ম্যাচে উত্তেজনার অভাব হবে না। শাাহিনরা না থাকায় পাকিস্তান টিমের বাকি সদস্য়রা বাড়তি দায়িত্ব তুলে নেবেন। জানিয়ে দিলেন গ্রিন আর্মির ক্যাপ্টেন বাবর আজম।

Asia Cup 2022: ভারতীয়দের আচরণে মুগ্ধ, ম্যাচে ওসব মনে রাখব না: বাবর
মহারণের আগে বাবরImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2022 | 9:23 PM

দুবাই: ভারত বনাম পাকিস্তান। মাদার অব অল ক্রিকেট ব্যাটেল। শব্দবন্ধটি শুনলে অজান্তেই গায়ের লোম খাড়া হয়ে যায়। রাজনৈতিক পরিস্থিতির কারণে বর্তমানে শব্দবন্ধটি ঘনঘন শোনা যায় না ঠিকই। তবে যখনই সুযোগ আসে চেটেপুটে নিতে কসুর করেন না ক্রিকেট অনুরাগীরা। এক বুক ধুকপুকানি নিয়ে টিভির সামনে বসে পড়া। তেমনই এক সুযোগ এসেছে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তান টিম। ম্যাচ ঘিরে উত্তাপ প্রতিমুহূর্তে অনুভূত হচ্ছে। ক্রিকেটের মহারণের আগে রোহিত শর্মা, বিরাট কোহলিদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুবাইয়ে গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তান টিমের সদস্যদের মধ্যে যে শ্রদ্ধা, সম্মান, বন্ধুত্বের চিত্র ফুটে উঠেছে় ম্যাচের দিন সেসবকে পাশে রেখেই মাঠে নামবে পাকিস্তান। জানিয়ে দিলেন পাক অধিনায়ক।

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে বাবর বলেন, “শাহিন আফ্রিদির প্রতি ভারতীয় দলের সদস্যদের সমর্থন দেখে আমি অভিভূত। দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথাবার্তা শুনেই বোঝা গিয়েছে, একে অপরের প্রতি কতটা শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব রয়েছে। ম্যাচের দিন অবশ্য এসবকে পাশে রেখেই মাঠে নামব। বিপরীত দিকের প্রতিপক্ষ ভীষণ কঠিন। দুটি দলের খেলোয়াড়রাই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টায় থাকবে।”

এশিয়া কাপের আগে দুটি দলকেই চিন্তায় রেখেছে চোট আঘাত। শাহিন আফ্রিদি চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন। টুর্নামেন্ট শুরুর দিন দুয়েক আগে চোটের কবলে পড়ে ছিটকে যান ফাস্ট বোলার মহম্মদ ওয়াসিম জুনিয়র। একইভাবে ভারতীয় দলে নেই জসপ্রীত বুমরা ও হর্ষল প্যাটেল। বাবর বলছেন, উপরোক্ত খেলোয়াড়দের অনুপস্থিতিতে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার অভাব হবে না। তাঁর কথায়, “আমাদের দলে প্রতিভার অভাব নেই। যাঁরা ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। শাহিন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে এঁরা অতিরিক্ত দায়িত্ব তুলে নিতে তৈরি। আমরা যে ওয়ান ম্যান স্কোয়াড নই তা আগেই প্রমাণ করেছি। পাঁচটি গ্রুপ পর্বের ম্যাচে আলাদা আলাদা ক্রিকেটাররা ম্য়াচ সেরা হয়েছিলেন।”

১১ মাস আগে টি-২০ বিশ্বকাপে এই দুবাইয়ের মাঠে ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান। ১১ মাস পর একই ভেনুতে, একই প্রতিপক্ষের বিরুদ্ধে আত্মবিশ্বাস নিয়ে নামবে বাবর অ্য়ান্ড কোং। রবিবারের ম্যাচ নিয়ে চূড়ান্ত হইচই চললেও আর পাঁচটা ম্যাচের মতোই ভারতের বিরুদ্ধে খেলতে চান বাবররা।