Shashank Singh: শ… শ… শশাঙ্ক, নাম তো সুনা হোগা! ইডেনকে ধন্যবাদ জানালেন পঞ্জাব তারকা
KKR vs PBKS, IPL 2024: শুক্র-রাতে আইপিএলের পয়েন্ট টেবলের ২ নম্বরে থাকা কেকেআরকে হারিয়ে দিল লিগ টেবলের নয়ে থাকা টিম পঞ্জাব। ইডেন শুক্রবার দেখেছে পঞ্জাবের জনি বেয়ারস্টোর সেঞ্চুরি। সাক্ষী থেকেছে প্রভসিমরন সিং ও শশাঙ্ক সিংয়ের ব্যাটিং ধামাকারও। টিমকে জিতিয়ে ইডেনকেই ধন্যবাদ জানিয়েছেন শশাঙ্ক।
কলকাতা: চোখের পলক পড়তে না পড়তেই টি-২০ ক্রিকেট অনেক কিছু বদলে যায়। চলতি আইপিএলে (IPL) একাধিক ম্যাচে এমন কিছু ঘটনা ঘটেছে, যার অঙ্ক কষতে হিমশিম খাচ্ছেন অনেকেই। কয়েকদিন আগে অনবদ্য ছন্দে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছিল আইপিএলের পয়েন্ট টেবলের ১০ নম্বরে থাকা আরসিবি। এ বার শুক্র-রাতে আইপিএলের পয়েন্ট টেবলের ২ নম্বরে থাকা কেকেআরকে হারিয়ে দিল লিগ টেবলের নয়ে থাকা টিম পঞ্জাব। ইডেন শুক্রবার দেখেছে পঞ্জাবের জনি বেয়ারস্টোর সেঞ্চুরি। সাক্ষী থেকেছে প্রভসিমরন সিং ও শশাঙ্ক সিংয়ের (Shashank Singh) ব্যাটিং ধামাকারও। টিমকে জিতিয়ে ইডেনকেই ধন্যবাদ জানিয়েছেন শশাঙ্ক।
নাইটদের বিরুদ্ধে ধামাকা দেখিয়ে পঞ্জাব তারকা বলেন, ‘যখন আমি ডাগআউটে ছিলাম, তখন লক্ষ্য করছিলাম পিচ কেমন আচরণ করছে। দেখেছিলাম বাউন্স ভালো আছে। যে কোনও বোলারদের বিরুদ্ধে বড় হিট মারাই লক্ষ্য ছিল আমার। নারিনের বিরুদ্ধে সিঙ্গল, ডাবলস নিতে পেরে ভালো লেগেছে।’
প্রভসিমরনের সঙ্গে জমাট ওপেনিংয়ের পর বেয়ারস্টো জুটি বাঁধেন রাইলি রোসোর সঙ্গে। এরপর রোসো ফিরতে মাঠে আসেন শশাঙ্ক। বেয়ারস্টো ও শশাঙ্ক পঞ্জাবকে জিতিয়ে মাঠ ছাড়েন। ইংল্যান্ডের তারকা বেয়ারস্টোর মতো ক্রিকেটারের সমর্থনে আপ্লুত শশাঙ্ক। তিনি বলেন, ‘জনি বেয়ারস্টোর মতো একজন ক্রিকেটার যখন সমর্থন করছিল আমাকে সেটা একটা ইতিবাচক বার্তা দিচ্ছিল। ও ১০০টা টেস্ট ম্যাচ খেলেছে। যখন দেখলাম ও আমার জন্য হাততালি দিচ্ছে, অসাধারণ লাগছিল।’
চলতি আইপিএলের পয়েন্ট টেবলের আটে রয়েছে পঞ্জাব কিংস। আর প্রীতি জিন্টার টিমের পয়েন্ট ৬। সেখান থেকে প্লে অফের যোগ্যতা অর্জন করতে হলে বাকি ৫ ম্যাচে টানা জিততে হবে পঞ্জাবকে। কারণ পঞ্জাব কিংস ইতিমধ্যেই ৯টি ম্যাচ খেলেছে। তাতে জয় মাত্র ৩টিতে। টিম প্লে অফে কোয়ালিফাই করতে পারে মনে করেন শশাঙ্ক সিং। তাঁর কথায়, ‘আমার বিশ্বাস যে এখনও আমাদের প্লে অফে ওঠার সুযোগ রয়েছে। আমাদের ৫টা ম্যাচ বাকি রয়েছে। একটা করে ম্যাচ ধরে আমরা এগোতে চাই।’
কেকেআরের মালিক শাহরুখ খানের মতো দু’হাত ছড়িয়ে স্টাইল করে ইডেনকে ধন্যবাদ জানিয়েছেন ২৮ বলে ৬৮ নট আউট করা শশাঙ্ক সিং। সেই ভিডিয়ো শেয়ার করেছে পঞ্জাব কিংস।
🫲 Sssshhhh…. Shaaaaashaaaaa… Shashankkkkkk! 🫱#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi #TATAIPL2024 #KKRvPBKS | @shashank2191 pic.twitter.com/zk9kTOPZQr
— Punjab Kings (@PunjabKingsIPL) April 26, 2024