DC vs GT IPL 2022 Match Prediction: আজ হার্দিকদের সামনে ঋষভরা

Delhi Capitals vs Gujarat Titans Preview:পুনের উইকেট ব্যাটারদের স্বর্গরাজ্য। পাটা উইকেটে প্রচুর রান ওঠার সম্ভাবনা রয়েছে। তবে স্পিনাররা এই উইকেট থেকে কিছুটা হলেও সাহায্য পাবেন। তাই টস অবশ্যই ফ্যাক্টর। যে কোনও অধিনায়কই চাইবেন টসে জিতে ফিল্ডিং নিতে। কারণ পরের দিকে শিশির বেশি পড়ায় বল গ্রিপ করতে অসুবিধে হয়।

DC vs GT IPL 2022 Match Prediction: আজ হার্দিকদের সামনে ঋষভরা
দিল্লি বনাম গুজরাত। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2022 | 10:00 AM

পুনে: আজ সন্ধেয় পুনেতে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সামনে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে দুই দলই। লখনউ সুপারজায়ান্টসকে হারায় গুজরাত। এ বারই আইপিএলে (IPL) প্রথম খেলতে এসেছে এই ফ্র্যাঞ্চাইজি। দিল্লির বিরুদ্ধে জিতে নিজেদের লক্ষ্যে সচেষ্ট থাকতে চান হার্দিক পান্ডিয়ারা। অন্যদিকে দিল্লিও প্রথম দিন থেকেই তুঙ্গে। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে এ বারের আইপিএল অভিযান শুরু করেছেন ঋষভ পন্থরা। মুম্বইকে হারিয়েছে ৪ উইকেটে। দিল্লির কুলদীপ যাদব শুরুর দিনেই অসাধারণ পারফর্ম করেছেন। বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। দিল্লি দলের টপ অর্ডার এবং মিডল অর্ডার দুটোই বেশ শক্তপোক্ত। মুম্বইয়ের বিরুদ্ধে দ্রুত ৫ উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়ায় দিল্লি। অন্যদিকে গুজরাত শিবিরের প্রধান অস্ত্র অবশ্যই পেসার মহম্মদ সামি।

পুনের উইকেট ব্যাটারদের স্বর্গরাজ্য। পাটা উইকেটে প্রচুর রান ওঠার সম্ভাবনা রয়েছে। তবে স্পিনাররা এই উইকেট থেকে কিছুটা হলেও সাহায্য পাবেন। তাই টস অবশ্যই ফ্যাক্টর। যে কোনও অধিনায়কই চাইবেন টসে জিতে ফিল্ডিং নিতে। কারণ পরের দিকে শিশির বেশি পড়ায় বল গ্রিপ করতে অসুবিধে হয়।

দিল্লির ওপেনিংয়ে পৃথ্বী শ-র সঙ্গে নামবেন টিম শিফার্ট। এছাড়া ব্যাটিং লাইনআপে আছেন ঋষভ পন্থ, রভম্যান পাওয়েলরা। দিল্লির ব্যাটিং গভীরতাই প্রধান শক্তি। ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুররা ব্যাট হাতেও বেশ সচ্ছল।

গুজরাতের ওপেনার শুভমন গিল প্রথম ম্যাচে রান পাননি। দিল্লির বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া তিনি। অপর ওপেনার ম্যাথু ওয়েড গত ম্যাচে রান পেয়েছিলেন। একই সঙ্গে অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ব্যাট হাতে ছন্দে ফিরেছেন। লখনউয়ের বিরুদ্ধে দলকে ম্যাচ জিততে সাহায্য করেন রাহুল তেওয়াটিয়া। বোলিং বিভাগে মহম্মদ সামির সঙ্গী লকি ফার্গুসন, বরুন অ্যারোন।

গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।

দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: পৃথ্বী শ, অনরিখ নর্টজে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, সরফরাজ খান, কমলেশ নাগরকোটি, কেএস ভরত, মনদীপ সিং, খলিল আহমেদ, চেতন সাকারিয়া , ললিত যাদব, রিপল প্যাটেল, যশ ধুল, রোভম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুনগি এনগিডি, টিম সেইফার্ট, ভিকি ওস্টওয়াল।

আরও পড়ুন: IPL 2022: গম্ভীর ভাইয়ার জন্যই আজ এই জায়গায়, বলছেন আয়ুষ বাদোনি