IPL 2022 Purple Cap: দুই নাইট পার্পল ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ, আর কারা রয়েছেন এই তালিকায়, দেখুন ছবি

চলতি মরসুমে এখনও অবধি ৮টি আইপিএলের (IPL) ম্যাচ হয়েছে। শুক্রবার মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েন শ্রেয়স আইয়াররা। পয়েন্ট টেবলের (Points Table) মগডালে পৌঁছে গিয়েছে কিং খানের কেকেআর। আইপিএলের প্রত্যেক মরসুমেই সবথেকে বেশি উইকেটশিকারী বোলার পান পার্পল ক্যাপ (Purple Cap)। শুক্রবার প্রীতির পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত বোলিংয়ে ভর করে পার্পল ক্যাপের তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গিয়েছেন কেকেআরের উমেশ যাদব। ছবিতে দেখে নিন কোন প্লেয়াররা এই পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন...

| Edited By: | Updated on: Apr 02, 2022 | 9:46 AM
এখনও পর্যন্ত হওয়া আইপিএলের ৮ টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব (Umesh Yadav)। তিনি ৩টি ম্যাচে ৮টি উইকেট পেয়েছেন। এবং সেই ৩টি ম্যাচে ১২ ওভার বল করার বিনিময়ে ৫৯ রান দিয়েছেন উমেশ। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

এখনও পর্যন্ত হওয়া আইপিএলের ৮ টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব (Umesh Yadav)। তিনি ৩টি ম্যাচে ৮টি উইকেট পেয়েছেন। এবং সেই ৩টি ম্যাচে ১২ ওভার বল করার বিনিময়ে ৫৯ রান দিয়েছেন উমেশ। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

1 / 5
বেগুনি টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কেকেআরের টিম সাউদি (Tim Southee)। ২টি ম্যাচে খেলে ৫টি উইকেট নিয়েছেন সাউদি। এবং ৮ ওভার বল করে ৫৬ রান খরচ করেছেন সাউদি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

বেগুনি টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কেকেআরের টিম সাউদি (Tim Southee)। ২টি ম্যাচে খেলে ৫টি উইকেট নিয়েছেন সাউদি। এবং ৮ ওভার বল করে ৫৬ রান খরচ করেছেন সাউদি। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

2 / 5
পার্পল ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। তিনি ২টি ম্যাচে মোট ৫টি উইকেট নিয়েছেন। এবং ৮ ওভার বল করে ৬০ রান খরচ করেছেন। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পার্পল ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। তিনি ২টি ম্যাচে মোট ৫টি উইকেট নিয়েছেন। এবং ৮ ওভার বল করে ৬০ রান খরচ করেছেন। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

3 / 5
পার্পল ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। ২টি ম্যাচে তিনি নিয়েছেন ৪টি উইকেট নিয়েছেন। মোট ৮ ওভারে তিনি দিয়েছেন ৫৫ রান। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পার্পল ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। ২টি ম্যাচে তিনি নিয়েছেন ৪টি উইকেট নিয়েছেন। মোট ৮ ওভারে তিনি দিয়েছেন ৫৫ রান। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

4 / 5
এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন আরসিবির আকাশদীপ (Akash Deep)। ২টি ম্যাচে ৬.৫ ওভার বোলিং করে ৪টি উইকেট নিয়েছেন। তবে আকাশদীপ রান দিয়েছেন ৮৩। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন আরসিবির আকাশদীপ (Akash Deep)। ২টি ম্যাচে ৬.৫ ওভার বোলিং করে ৪টি উইকেট নিয়েছেন। তবে আকাশদীপ রান দিয়েছেন ৮৩। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

5 / 5
Follow Us: