RCB vs KKR IPL 2023 Match Prediction : টপ অর্ডার মাথাব্যাথা নিয়ে ‘বিরাট’ ম্যাচে নামছে কেকেআর

Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders Preview : বিধ্বংসী ফর্মে রয়েছেন ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল। এই তিনজন দ্রুত ফিরলে চাপ নিতে ব্যর্থ আরসিবি। আরসিবির বোলিং ক্রমশ উন্নতি করছে। বিশেষ করে বলতে হয় মহম্মদ সিরাজের কথা। পাওয়ার প্লেতে ভয়ঙ্কর হয়ে উঠছেন সিরাজ। তাঁর বিরুদ্ধে কেকেআর টপ অর্ডার কেমন পারফর্ম করে সে দিকেও নজর থাকবে। ইডেন গার্ডেন্সে কেকেআরের কাছে বড় ব্যবধানে হেরেছিল আরসিবি। তাদের কাছে বদলারও ম্যাচ।

RCB vs KKR IPL 2023 Match Prediction : টপ অর্ডার মাথাব্যাথা নিয়ে 'বিরাট' ম্যাচে নামছে কেকেআর
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2023 | 7:30 AM

দীপঙ্কর ঘোষাল : কোনটা নিয়ে বেশি চিন্তা! ব্যাটিং নাকি বোলিং? কলকাতা নাইট রাইডার্স শিবিরে সবকিছুই মাথাব্যাথা। এ বারের আইপিএলে সবচেয়ে বড় স্কোর গড়েছে চেন্নাই সুপার কিংস। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই এই স্কোর। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ রানে হার। পাঁচে নেমে জেসন রয় এবং রিঙ্কু সিংয়ের কিছুটা লড়াই। এ বারের আইপিএলে কেকেআরের অন্যতম ধারাবাহিক ব্য়াটার রিঙ্কু সিং। তবে তাঁর পক্ষে রোজ ম্যাজিকাল ইনিংস খেলা সম্ভব নয়। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএল থেকে সরে দাঁড়ানোয় জেসন রয়কে সই করায় কলকাতা নাইট রাইডার্স। দুটি ম্যাচ খেলেছেন রয়। ব্য়াট হাতে ভরসাও দিয়েছেন। যতক্ষণ না টপ অর্ডার মিলিত ভাবে সাফল্য পাচ্ছে, কলকাতার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। আজ বিধ্বংসী রয়্যাল চ্য়ালেঞ্জার্সের বিরুদ্ধে একঝাঁক চিন্তা মাথায় নামছে কেকেআর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ প্রিভিউ TV9Bangla Sports-এ।

চিন্নাস্বামীতে আরসিবি ম্যাচের আগে কেকেআর বোলিং প্রসঙ্গে আসা যাক। এ মরসুমে সাত ম্যাচের মধ্যে তিন বার প্রতিপক্ষ ২০০-র বেশি স্কোর গড়েছে। শার্দূল ঠাকুরের চোট থাকায় কেকেআর কম্বিনেশনে ব্যালান্সও হারিয়েছে। এ মরসুমে এখনও অবধি টানা দুই ম্যাচে একই কম্বিনেশন খেলায়নি কেকেআর। এ প্রসঙ্গে কেকেআর বোলিং কোচ বলেছিলেন, দ্বিতীয় পর্বের আগে সেরা কম্বিনেশন প্রস্তুত হয়ে যাবে। এই ম্য়াচ থেকে কেকেআরের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। সেরা কম্বিনেশন কী হতে পারে কেকেআরের! সেটাই দেখার বিষয়। ওপেনিং কম্বিনেশনে ফের বদল হয় কী না, সেদিকেও নজর থাকবে। এ মরসুমে ইতিমধ্যে সাত ম্য়াচে পাঁচটি ভিন্ন ওপেনিং জুটি নামিয়েছে কেকেআর।

রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ঘরের মাঠে আরও বেশি বিধ্বংসী। তবে তাদের ব্য়াটিং বিভাগ মূলত তিনজনের ওপর নির্ভরশীল। বিধ্বংসী ফর্মে রয়েছেন ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল। এই তিনজন দ্রুত ফিরলে চাপ নিতে ব্যর্থ আরসিবি। আরসিবির বোলিং ক্রমশ উন্নতি করছে। বিশেষ করে বলতে হয় মহম্মদ সিরাজের কথা। পাওয়ার প্লেতে ভয়ঙ্কর হয়ে উঠছেন সিরাজ। তাঁর বিরুদ্ধে কেকেআর টপ অর্ডার কেমন পারফর্ম করে সে দিকেও নজর থাকবে। ইডেন গার্ডেন্সে কেকেআরের কাছে বড় ব্য়বধানে হেরেছিল আরসিবি। তাদের কাছে বদলারও ম্য়াচ।