IND vs ENG: বেন স্টোকসদের হারাতে ৫০ বছরের পুরনো থিওরিতে ফিরছে রোহিতের টিম?
বিশাখাপত্তনমের পিচও স্পিন সহায়ক হতে চলেছে। ইংল্যান্ড তাতে ঘাবড়াচ্ছে না ঠিকই, কিন্তু ভারতকে সমস্য়ায় পড়তে হবে না তো? এই প্রশ্ন যখন ঘুরছে, তখন চার স্পিনার খেলানোর কথা ভাবতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। হ্যামস্ট্রিং চোটের কারণে টিম থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। তাঁর বদলি হিসেবে টিমে এসেছেন ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমার।

কলকাতা: বড় চেনা ছবি ছিল ছয় আর সাতের দশকে। ভারতের হয়ে বল করছেন চার স্পিনার। দেশের মাটিতে টেস্ট থাকলে তো কথাই নেই। এই থিওরি দিয়েই বিপক্ষকে হারানোর ছক কষেছে ভারত। বিষেণ সিং বেদী, ভগবৎ চন্দ্রশেখর, এরাপল্লি প্রসন্ন, শ্রীনিবাস বেঙ্কটরাঘবনের হাত ধরে সাফল্যও এসেছে। চার স্পিনারের অবসরের সঙ্গে সঙ্গে এই স্পিন থিওরি ভুলেও গিয়েছে ভারত। বিদেশি টিমকে উড়িয়ে দেওয়ার দেশের মাঠে তিন স্পিনার নিয়েই নেমেছে ভারতীয় টিম। সঙ্গে দুই কিংবা এক পেসার। ৫০ বছরের পুরনো থিওরিই কি আঁকড়ে ধরতে চাইছেন রোহিত শর্মা? হায়দরাবাদ টেস্ট হেরে ব্যাপক সমালোচনা ও চাপের মুখে পড়েছে ভারতীয় টিম। বিশাখাপত্তনমে ১-১ করার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে চার স্পিনার নিয়ে নামবেন রোহিত (Rohit Sharma)?
ভারতের টেস্ট জিততে হলে ঘূর্ণী পিচে সাফল্যের রাস্তা খুঁজে রাখতে হবে, ভালোই জানত ইংল্যান্ড। সুইপ, রিভার্স সুইপ, স্পিন ভাঙার জন্য বলের কাছে গিয়ে খেলা, স্পিন ধরার আগেই বল উড়িয়ে দেওয়া— ঘষামাজা করে এসেছেন বেন স্টোকসরা। অলি পোপ ওই মন্ত্রে সাফল্য পেয়েছেন। সেই সঙ্গে তিন স্পিনারও দারুণ পারফর্ম করেছেন। বিশেষ করে টম হার্টলি। এমনকি চতুর্থ স্পিনার হিসেবে জো রুটও কার্যকর। বিশাখাপত্তনমের পিচও স্পিন সহায়ক হতে চলেছে। ইংল্যান্ড তাতে ঘাবড়াচ্ছে না ঠিকই, কিন্তু ভারতকে সমস্য়ায় পড়তে হবে না তো? এই প্রশ্ন যখন ঘুরছে, তখন চার স্পিনার খেলানোর কথা ভাবতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। হ্যামস্ট্রিং চোটের কারণে টিম থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। তাঁর বদলি হিসেবে টিমে এসেছেন ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমার। বিশাখাপত্তনমে সৌরভের খেলার সম্ভবনা নেই বললেই চলে। তবে ওয়াশিংটনকে চতুর্থ স্পিনার হিসেবে টিমে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর তা যদি হয়, তা হলে রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলের সঙ্গে টেস্ট খেলবেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। সঙ্গে ওয়াশিংটন। বসানো হবে মহম্মদ সিরাজকে। একমাত্র পেসার হিসেবে খেলবেন জসপ্রীত বুমরা।
চার স্পিনার-এক পেসার থিওরি অবশ্য ১২ বছর আগেও দেখা গিয়েছে ভারতের মাটিতে। ২০১২ সালে ভারতের মাটিতে শেষবার টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। নাগপুরে ছিল সিরিজের শেষ টেস্ট। তার আগে সিরিজে ২-১ এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। সিরিজে সমতা ফেরানোর জন্য নাগপুরে চার স্পিনার নিয়ে নেমেছিল ভারত। প্রজ্ঞান ওঝা, পীযূষ চাওলা, রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন খেলেছিলেন। ম্যাচ ড্র হয়েছিল। সিরিজও জিতেছিল ইংল্যান্ড। এ বারের পরিস্থিতি অনেকটা একই। ইংল্যান্ড এগিয়ে ১-০। সমতা ফেরানোর জন্য ভারত কি সেই ৪ স্পিনারের থিওরিই আঁকড়ে ধরতে চলেছে? এ বার কি আসবে সাফল্য?





