কলকাতা: আইপিএলের মেগা নিলামের মহাযজ্ঞ শেষ। সৌদি আরবের জেড্ডায় ২ দিন ধরে চলল ১০ টিমের হাড্ডাহাড্ডি লড়াই। মোট ৬৩৯.১৫ কোটি খরচ করে ১৮২ জন ক্রিকেটার কিনেছে ১০ ফ্র্যাঞ্চাইজি। টিম পেয়েছেন ৬২ জন বিদেশি ক্রিকেটার। ৮ জন ক্রিকেটারের জন্য আরটিএম ব্যবহার করা হয়েছে। মেগা নিলামের রুমের এক টেবিলের দিকে বিশেষ নজর ছিল সকলের। সেটা হল তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর (KKR)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মেগা নিলাম শেষে যে দল সাজিয়েছে, তাতে নাইট অনুরাগীদের চিন্তা হচ্ছে ২টো বিষয়ে। কী সেগুলো?
এক, বিদেশি উইকেটকিপারে বড় ভরসা কেকেআরের জন্য কাল হবে না তো? দুই, বোলিং কম্বিনেশন কী ভাবে বাছবে কেকেআর? এই মুহূর্তে কলকাতার হাতে ক্যালকুলেটর। নিলামের আগে ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছিল কলকাতা। যার ফলে জেড্ডায় আরটিএম ব্যবহার করার সুযোগ পায়নি কেকেআর। তারপরও একটা গোছানো দল বানানোর চেষ্টা করেছে কিং খানের টিম।
মেগা নিলাম শেষে সত্যিই কি কেকেআর দল গোছাতে পেরেছে? নিলাম থেকে পুরনো প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার, রহমানুল্লা গুরবাজ, অংকৃষ রঘুবংশীকে কিনেছে কেকেআর। গুরবাজ কিপিং করেন। এ ছাড়া নিলামে নাইটরা কিনেছে প্রোটিয়া তারকা উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি’কককে। ফলে কেকেআরের কাছে উইকেটকিপার বিকল্প হিসেবে রয়েছে দুই বিদেশি। সমস্যা সেখানে নেই। আসল সমস্যার জায়গা তৈরি হবে একাদশ বাছাইয়ে। রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের মতো তারকাদের রিটেন করার ফলে কেকেআরের মিডল অর্ডার শক্তিশালীই বলা যায়। সেখানে ভেঙ্কটেশ আইয়ারও রয়েছেন। ২৩.৭৫ কোটি দামের প্রতি তাঁকে সুবিচার করে দেখাতে হবে। এ ছাড়াও কুইন্টন ডি’কক, গুরবাজ, রঘুবংশীদের ব্যাট চললে সমস্যায় পড়তে হবে না কেকেআরকে।
বিদেশি উইকেটকিপার-ব্যাটার নেওয়ায় ঠিক যেখানে সমস্যা হতে পারে কেকেআরের, তা হল বোলিং কম্বিনেশন বাছাইয়ে। কেকেআরে ভালো বোলার নেই, তেমনটা নয়। কিন্তু ডি’কক, রাসেল, নারিনদের খেলাতে হলে একাদশ থেকে ভালো পেসারকে বাদ দিতে হতে পারে। আর তা চাপ তৈরি করতে পারে কেকেআরের পারফরম্যান্সে। এ বার দেখার সত্যিই পঁচিশের আইপিএলে এই টিম দিয়ে কেকেআর বাজিমাত করতে পারে কিনা।