INDW vs WIW: পূজার অনবদ্য বোলিং, জেমাইমার হাফসেঞ্চুরি; জিতল ভারত
ICC Women's T20 Cup 2024: নিরাপত্তার কারণে তা আরব আমির শাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুবাই ও শারজায় হবে ম্যাচগুলি। দুবাই পৌঁছে বেশ কয়েকদিন প্রস্তুতি সেরেছে ভারতীয় দল। প্রথম ওয়ার্ম আপ ম্যাচও খেলল। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়। আশা দেখালেন শোভানা।
রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এ বার কি বিশ্বকাপ জিততে পারবে হরমনপ্রীত কৌরের টিমও? ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা তেমনই। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। যদিও নিরাপত্তার কারণে তা আরব আমির শাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুবাই ও শারজায় হবে ম্যাচগুলি। দুবাই পৌঁছে বেশ কয়েকদিন প্রস্তুতি সেরেছে ভারতীয় দল। প্রথম ওয়ার্ম আপ ম্যাচও খেলল। তাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়। আশা দেখালেন শোভানা।
ভারতে হয় উইমেন্স প্রিমিয়ার লিগ। বিদেশের ক্রিকেটাররাও খেলেন। পুরুষদের ক্রিকেটের মতো এখন মেয়েদের ক্রিকেটেও কারও শক্তি-দুর্বলতা অজানা নয়। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সেই খেলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হেইলি ম্যাথিউজ। ওয়ার্ম আপ ম্যাচে তাঁর বোলিংয়েই আউট হলেন ভারত অধিনায়ক হ্যারি। ম্যাচ জিতলেও ভারতের টপ অর্ডারের ব্যাটিং হতাশ করল। মিডল অর্ডারে প্রাপ্তি জেমাইমা রডরিগজের হাফসেঞ্চুরি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪১ তোলে ভারত। ৪ উইকেট নিয়েছেন অফস্পিনার-অলরাউন্ডার হেইলি ম্যাথিউজই। রান ওয়েস্ট ইন্ডিজের পরিস্থিতিও খারাপ করেছেন ভারতের দুই পেসার রেনুকা সিং ঠাকুর ও পূজা বস্ত্রকার। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রানেই ইতি ওয়েস্ট ইন্ডিজের। ৪ ওভারে একটি মেডেন সহ মাত্র ২০ রান দিয়ে তিন উইকেট পূজা বস্ত্রকারের। রেনুকা ১ উইকেট নিলেও তিন ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন। প্রথম বার বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়া লেগ স্পিনার আশা শোভানা ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ১ উইকেট নেন।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগজ, রিচা ঘোষ, যস্তিকা ভাটিয়া, পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং ঠাকুর, দয়ালান হেমলতা, আশা শোভানা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, সজনা সজীবন।