Yashasvi Jaiswal: ১০ টেস্টে বাজিমাত, ব্র্যাডম্যানের এলিট গ্রুপে এন্ট্রি যশস্বী জয়সওয়ালের

Sep 21, 2024 | 8:10 PM

India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইতে চলতি প্রথম টেস্টের প্রথম ইনিংসে যশস্বী করেন ১১৮ বলে ৫৬ রান। আর দ্বিতীয় ইনিংসে ১৭ বলে ১০ রান করেন তিনি। মাত্র ১০টি টেস্ট খেলেছেন ঠিকই, কিন্তু তাতেই ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি করেছেন। টেস্টে যশস্বীর সর্বাধিক স্কোর ২১৪*।

Yashasvi Jaiswal: ১০ টেস্টে বাজিমাত, ব্র্যাডম্যানের এলিট গ্রুপে এন্ট্রি যশস্বী জয়সওয়ালের
Yashasvi Jaiswal: ১০ টেস্টে বাজিমাত, ব্র্যাডম্যানের এলিট গ্রুপে এন্ট্রি যশস্বী জয়সওয়ালের
Image Credit source: X

Follow Us

কলকাতা: বয়স তাঁর ২২। তাতেই ২২ গজে কেরামতি দেখাচ্ছেন। একের পর এক রেকর্ড গড়ছেন। কথা হচ্ছে ভারতের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) নিয়ে। তিনি বাংলাদেশের বিরুদ্ধে এখন প্রথম টেস্টে ব্যস্ত। ভারতের এই রাইজিং স্টার কেরিয়ারের ১০ম টেস্ট (Test) ম্যাচ খেলছেন। আর ১০টি টেস্টে খেলেই এক এমন নজির গড়েছেন, তাতে ঢুকে পড়েছেন ডন ব্র্যাডম্যানের এক এলিট গ্রুপে।

আসলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ১০টি ম্যাচে চতুর্থ সর্বাধিক রান করেছেন যশস্বী জয়সওয়াল। তাঁর নামে টেস্টে রয়েছে ১০৯৪ রান। এই তালিকার শীর্ষে রয়েছেন অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। টেস্টে যশস্বীর কেরিয়ারের শুরুটা অসাধারণ হয়েছে। তিনি যে টেস্টে লম্বা রেসের ঘোড়া, এমনটাও শোনা গিয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটারদের মুখে। উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাইতে চলতি প্রথম টেস্টের প্রথম ইনিংসে যশস্বী করেন ১১৮ বলে ৫৬ রান। আর দ্বিতীয় ইনিংসে ১৭ বলে ১০ রান করেন তিনি।

মাত্র ১০টি টেস্ট খেলেছেন ঠিকই, কিন্তু তাতেই ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি করেছেন। টেস্টে যশস্বীর সর্বাধিক স্কোর ২১৪*। এক ঝলকে দেখে নিন সেই ৫ ক্রিকেটারদের, যাঁরা টেস্টে ১০টি ম্যাচে ১০০০ বা তার বেশি রান করেছেন —

এই খবরটিও পড়ুন

  • ডন ব্র্যাডম্যান – ১৪৪৬ রান (অস্ট্রেলিয়া)
  • এভারটন উইকস – ১১২৫ রান (ওয়েস্ট ইন্ডিজ)
  • জর্জ হেডলি – ১১০২ রান (ওয়েস্ট ইন্ডিজ)
  • যশস্বী জয়সওয়াল – ১০৯৪ রান (ভারত)
  • মার্ক টেলর – ১০৮৮ রান (অস্ট্রেলিয়া)

দেশের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে খেলেন যশস্বী জয়সওয়াল। ২৩টি টি-২০ ম্যাচে এখনও অবধি ৭২৩ রান করেছেন তিনি। তাঁর ওডিআই অভিষেক এখনও হয়নি।

Next Article