Yashasvi Jaiswal: আর ৮টি ছয় মারলেই অনন্য নজির গড়বেন যশস্বী জয়সওয়াল

India vs Bangladesh Series: সে কারণেই তাঁর খেলার স্টাইলকে জ্যাজ়বল বলা হয়েছিল। ভারতের প্রথম ব্যাটার ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে ৭০০-র উপর রান করেছিলেন। একটি ডাবল সেঞ্চুরিও ছিল। সামনেই বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ। অনন্য নজিরের সুযোগ যশস্বী জয়সওয়ালের সামনে।

Yashasvi Jaiswal: আর ৮টি ছয় মারলেই অনন্য নজির গড়বেন যশস্বী জয়সওয়াল
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Sep 11, 2024 | 2:12 PM

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ভারত। ইংল্যান্ড টিম ভারত সফরে আসার আগে অবশ্য আলোচনায় ছিল তাঁদের বাজ়বল। ইংল্যান্ড টিম আত্মবিশ্বাসী থাকলেও অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলেছিলেন, ভারতের মাটিতে বাজ়বল সম্ভব নয়। বাজ়বল দেখা যায়নি, তবে জ্যাজ়বল দেখা গিয়েছিল। ইংল্যান্ড বোলারদের উপর তাণ্ডব চালিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। সে কারণেই তাঁর খেলার স্টাইলকে জ্যাজ়বল বলা হয়েছিল। ভারতের প্রথম ব্যাটার ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে ৭০০-র উপর রান করেছিলেন। একটি ডাবল সেঞ্চুরিও ছিল। সামনেই বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ। অনন্য নজিরের সুযোগ যশস্বী জয়সওয়ালের সামনে।

এক ক্যালেন্ডার বর্ষে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার নজির রয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালামের। বর্তমানে তিনি ইংল্যান্ডের কোচ। তাঁর ডাক নাম বাজ় থেকেই ইংল্যান্ডের খেলার স্টাইল বাজ়বলের নামকরণ। ২০১৪ সালে টেস্ট ক্রিকেটে ৩৩টি ছয় মেরেছিলেন ম্যাকালাম। তাঁর রেকর্ড অবশ্য সঙ্কটে। এই রেকর্ডই ছাপিয়ে যাওয়ার খুব সামনে ভারতের তরুম ওপেনার যশস্বী জয়সওয়াল।

চলতি ক্রিকেট বর্ষে ইতিমধ্যেই টেস্টে ২৬টি ছয় মেরেছেন যশস্বী জয়সওয়াল। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ২০২২ সালে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও ২৬টি ছয় মেরেছিলেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে এক বছরে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় রয়েছেন বীরেন্দ্র সেওয়াগও। ২০০৮ সালে ২২টি ছয় মেরেছিলেন। এ বার তালিকায় সকলের শীর্ষে উঠতে পারেন যশস্বী। এর জন্য প্রয়োজন আরও ৮টি ছয়। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেও হয়তো এই রেকর্ড হতে পারে।