Yashasvi Jaiswal : ‘মা-বোন তুলে গালি দিলে ছাড়ব না’, রাহানের ঘাড়ধাক্কা খেয়ে বিস্ফোরক যশস্বী
২০২২ সালের দলীপ ট্রফি ফাইনালে যশস্বী জয়সওয়ালকে মাঠ থেকে বের করে দিয়েছিলেন পশ্চিমাঞ্চলের ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। সেই ঘটনা নিয়ে মুখ খুললেন যশস্বী।
কলকাতা : দলীপ ট্রফি (Duleep Trophy 2023) নিয়ে শুরু হয়েছে ২০২৩-২৪ ঘরোয়া মরসুম। পুরোদমে চলছে টুর্নামেন্ট। এরই মাঝে গত মরসুমের দলীপ ট্রফির একটি ঘটনা নিয়ে মুখ খুললেন যশস্বী জয়সওয়াল। সে বার ফাইনালে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ও সাউথ জোন। ফাইনালের পঞ্চম দিন যশস্বী জয়সওয়ালকে বড়সড় শাস্তি দিয়েছিলেন ওয়েস্ট জোনের ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। মাঠে ক্রমাগত অভদ্র আচরণ করে যাচ্ছিলেন যশস্বী। বারবার সতর্ক করলেও শোনেননি। শেষে তিতিবিরক্ত হয়ে ওয়েস্ট জোনের অধিনায়ক অজিঙ্ক রাহানে মাঠ থেকে বের করে দেন যশস্বীকে (Yashasvi Jaiswal)। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ক্যাপ্টেনের কাছে ঘাড়ধাক্কা খেয়ে মাথা নিচু করে মাঠ ছাড়েন যশস্বী। বছর খানেক পর সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন এই তরুণ ব্যাটিং সেনসেশন। বিস্তারিত রইল TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দুর্দান্ত পারফর্ম্যান্সের জেরে জাতীয় দলে ডাক পেয়েছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে ডাক পান। ভারতীয় ক্রিকেটের আগাম সুপারস্টার হওয়ার সবরকম গুণ রয়েছে যশস্বী জয়সওয়ালের মধ্যে। তাঁর আগ্রাসী ব্যাটিং প্রতিপক্ষের বোলারদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। মাঠে স্লেজিং করতেও ছাড়েন না যশস্বী। কেউ কটাক্ষ করলে চুপ না থেকে পাল্টা জবাব দেন। ২০২২ দলীপ ট্রফির ফাইনালে সাউথ জোনের ব্যাটার রবি তেজাকে ক্রমাগত স্লেজিং করে যাচ্ছিলেন যশস্বী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেন তরুণ সতীর্থটিকে মাঠ থেকে বের করে দিতে বাধ্য হন অজিঙ্ক রাহানে।
ওই ঘটনা নিয়ে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন যশস্বী জয়সওয়াল। তিনি বলেন, “মাঠে আগ্রাসন প্রয়োজন। আমি মানসিকভাবে খুব আগ্রাসী। মাঝেমধ্যেই আমার এইদিকটা বেরিয়ে আসে। সেদিন আমি এমন কিছুই বলিনি। কিন্তু অনেকসময়ই এরকম ব্যাপার স্যাপার ঘটে যায়। এখন এসব কথা বলে কি কোনও লাভ আছে? ওই ঘটনা নিয়ে কিছু বলতে চাই না। স্পঞ্জের মতো সব শুষে নিয়েছি। যখন প্রয়োজন পড়বে তখন নিংড়ে দেব।”
তবে বেশিক্ষণ চুপ থাকতে পারেননি যশস্বী। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “স্লেজিং সব জায়গাতেই হয়। সবাই এসব ব্যাপারে জানতে পারে না। আমাকে কেউ মা-বোন তুলে গালাগালি দিলে আমি তো চুপ থাকতে পারি না। এসব সহ্য করব না।”