Duleep Trophy 2023 : সৌরভ একাই সাবাড় করলেন ১১ উইকেট! দলীপের সেমিফাইনালে রিঙ্কুরা; হার অভিমন্যুদের
Saurabh Kumar : উত্তরপ্রদেশের বাঁ হাতি তারকা বোলার সৌরভ কুমার এই নিয়ে সপ্তমবার প্রথম শ্রেণির একটি ম্যাচে ১০টি উইকেট নিলেন।
কলকাতা : দলীপ ট্রফিতে (Duleep Trophy) ব্যাটিং ভরাডুবিই ডোবাল অভিমন্যু ঈশ্বরণের দলকে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ইস্ট জোন (East Zone)। সেন্ট্রাল জোনের বাঁ হাতি স্পিনার সৌরভ কুমার (Saurabh Kumar) একাই সাবাড় করেছেন ১১টি উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ৩টি উইকেট। আর বাকি ৮টি উইকেট তিনি তুলে নিয়েছেন দ্বিতীয় ইনিংসে। সৌরভের দাপুটে বোলিংয়ে বেঙ্গালুরুর আলুর স্টেডিয়ামে মাত্র ১২৯ রানে গুটিয়ে যান সুদীপ ঘরামিরা। যার ফলে দলীপ ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেলেন রিঙ্কু সিংরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সেন্ট্রাল জোন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে শিবম মাভির দল ১৮২ রানে অলআউট হয়। অপরদিকে ইস্ট জোন প্রথম ইনিংসে তোলে ১২২ রান। দ্বিতীয় ইনিংসে হিমাংশু মন্ত্রীর ৬৮, বিবেক সিংয়ের ৫৬ রানের সুবাদে ২৩৯ রান তোলে সেন্ট্রাল জোন। এ বারের দলীপ ট্রফিতে সকলের বিশেষ নজর ছিল নাইট সুপারস্টার রিঙ্কু সিংয়ের দিকে। দুই ইনিংস মিলিয়ে কেকেআরের তারকা রিঙ্কু সিং করেন যথাক্রমে ৩৮ ও ৬ রান। সেমিফাইনালে যেতে হলে ইস্ট জোনকে তুলতে হত ৩০০ রান। যা সম্ভব হতে দেননি সেন্ট্রাল জোনের তারকা সৌরভ কুমার। দ্বিতীয় ইনিংসে ১২৯ রানে গুটিয়ে যায় ইস্ট জোন। ফলে ১৭০ রানে জিতে সেমিফাইনালে পৌঁছে গেল সেন্ট্রাল জোন।
তৃতীয় দিনের শেষে ইস্ট জোন ৬৯ রান তুলে ৬ উইকেট হারিয়ে ফেলে। চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতেই বাকি ৪টি উইকেট তুলে নেন সেন্ট্রাল জোনের সৌরভ কুমার। ৩০ বছর বয়সী উত্তর প্রদেশের সৌরভ কুমার এই নিয়ে কেয়িরারে সেরা বোলিং করলেন ৮/৬৪।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল নর্থ জোন ও নর্থ ইস্ট জোন। প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫৪০ রানে ইনিংস ডিক্লেয়ার করেছিল নর্থ জোন। জবাবে নর্থ ইস্ট জোন প্রথম ইনিংসে ১৩৪ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে নর্থ জোন ৬ উইকেট হারিয়ে ২৫৯ রান তুলে ডিক্লেয়ার করে। সেমিফাইনালে যাওয়ার জন্য নর্থ ইস্ট জোনের টার্গেট ছিল ৬৬৬। নর্থ জোনের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেন পুলকিত নারাং (৪টি)। তিনি ছাড়া নর্থ ইস্ট জোনের ২টি উইকেট তুলে নেন নিশান্ত সিন্ধু। ১টি করে উইকেট নেন বলতেজ সিং, হর্ষিত রানা ও জয়ন্ত যাদব। দ্বিতীয় ইনিংসে ১৫৪ রানে অল আউট হয়ে যায় নর্থ ইস্ট জোন। ফলে ৫১১ রানে জিতে সেমিফাইনালে পৌঁছে গেল নর্থ জোন।